একটি কবিতা লিখতে জানতে ছন্দ
কাব্য ভাব-হাক-ভাবনা!
কথা বলা সৌন্দার্য মাধূর্যতা পূর্ণরূপ
হাব-ভাব-চির-চেনা-হৃদ!


মর্ম সভ্যতা শব্দ ছন্দ অপরূপ শোভা
গন্ধ ছড়াতে রয় কাব্যরূপ'
অসাধারণ পাঠক-পাঠিকাই পাঠে মুগ্ধ
তবেই না সুন্দর ছন্দময়।


জগৎ সেরা অতি মহৎ স্বর্গের সচেতনা
চমৎকার হাস্যোজ্জ্বল সুউচ্চে।
চলমান মানবতাবাদী কবিতাটি লেখায়
জীবনবোধ জ্ঞানালোয় ভরা।


ছন্দ আসে চান্দিকতায় মন মাঝে সুমন
সেই মনেই জাগ্রত ছন্দময়!
বিরহ বেদনা প্রেম স্বর্গ ধর্মীয় কবিতাতে
রহে শিক্ষা মূলক জ্ঞানালো।


সুরে সুর মিলন মেলা ছন্দের মন-প্রাণটি
কবিতাটি হয় চমৎকার সেরা!
প্রতিবাদী দেশাত্মবোধ প্রকৃতি রম্য রূপক
বিবিধ ছড়ার কবিতা প্রকাশ।


লেখা-লেখি-লেখ্য-কাব্য রসিকতা রম্যভাব
প্রেম জোয়ার সূধাতে স্রোত।
বহমান নদীর জোয়ার সেই না চলমান ধারা
কবিতা হয় চমৎকার ছন্দের।
×××××××××××××××××××××××
বাণী: ছন্দময় জীবন মানব যদি না হয় প্রকৃত মানবিকতার যোগ্য অপূর্ব মানব জীবনবোধ। সেই সকল মানুষেরাই জাগ্রত জাতিতে অপূর্ব ছন্দময় সুন্দর জীবন মানুষ।