কি আর লিখবো কবিতা
কেমন করে লেখি?
কাকে কেন কিসের জন‍্য
লিখবো কবিতা বলি?

আমি কি কবি হতে পেরেছি
আছে কি সততা মন?
কবিতাটি লেখা হচ্ছে কি মনুষ‍্য
গঠন অপূর্ব চেতনাবোধ?

কবিতা হতে যদি না পায় মানুষ
জীবন গড়ার স্বপ্ন আদর্শ!
সেই জীবন না পায় সুখ না পায়
কবিতা প্রসিদ্ধতা অনন‍্যতা।

তাই তো বলছি কি লিখবো কবিতা
আমার চরিত্র গুণ সভ‍্যতা..
প্রকাশ অপারগতা সেই মানুষ হলে
কি করে কলম ধরি কবিতা।

লেখবো কবিতা অপবিত্র হাত দ্বারা
কবিরা হতে হয় অসাধারণ..
জীবন মন হ্নদয় মনুষ‍্যত্ব মানব মন
সুপরিচিতি চমৎকার কাব‍্য!

আর সেই কাব‍্য রচনা করা চাই ঐ'
সমস্ত অনুপ্রেরণা কবি মন।
সেই সকল কবিদের কলম চলমান
উদ্ভাসিত সমাজ গঠন কবিতা।

প্রকাশ পাবে অসাসাধারণ মননশীল
পবিত্র হ্নদয়ের আত্মঃউপলব্দি!
কষ্ট-দুঃখ-সুখ-বেদনা-অর্জন-ব‍্যর্থতা
এই সকল নিয়েই মানব জীবন।

তাই নিয়ে লেখা চাই কবিগণ কবিতা
তবেই স্বার্থকতা লাভে ধন‍্যতা।
অন‍্যথায় যাহাই লেখি না কেন কবিতা
দুনিয়াতে বাহ্ বা পেলেও ঐ'..

পরকাল শূন‍্যতা। ঐ'পরকাল শুন‍্যতায়
এহকাল-পরকাল দু'টাই বিনষ্ট করছি
না পাচ্ছি ধন‍্যতা ঠাঁই ঘর-না সংসার?
কাব‍্য রচনা বিধাতার বিধান মান‍্য চাই।
**********************
বাণী: কবির কলম দ্বারা কাব‍্য রচনায় সভ‍্যতা থাকা চাই। যা বিধাতার বিধান মান‍্য কাব‍্যিক রচনায় সভ‍্যতা ফিরে পাওয়াই উত্তম কাব‍্য প্রকাশ। অন‍্যথায় যা যাবর কবিতা চরণ।।