বাংলা কবিতার মেলা বইমেলা ঐ' যে
বাংলা মায়ের সকল সন্তান।
রয় যেন মেলা এক অপূর্ব প্রাণের টান
আত্মার স্পন্দিত মাতৃভাষা।


অনেক কষ্টের ফসল অর্জিত রত্ন অর্জন
মহত্ত্বতা পরিপূর্ণ‍্যের আস্তাদন।
বর্বরতার স্বীকারে শত শহীদ রক্ত বিনিময়
স্বপ্ন পূরণ মাতৃভাষা বাংলার।


ওরা সেই জাতি যারা কেড়ে নিতে মরুয়া
নিতে চেয়েছিল বাংলা ভাষাকে।
আসলে তারা পশ্চিম পাকিস্তানী ভন্ড দল
ভন্ড বলেই চেয়েছি পন্ড করতে।


চাপিয়ে দিতে চেয়েছিল তাদের ভাষাকেই
উর্দূ বাংলার সাধারণ মানুষকে।
মানুষের স্বাধীনতা বলে থাকবে না কিছুই
এমন হতে পারে না; তাই যুদ্ধ!


দীর্ঘ নয়'টি মাস যুদ্ধের বিনিময় রক্তাক্ত
মাতৃভাষা মাতৃ মায়ের সন্তান!
আপামর জনতা দিয়ে গেছেন তারা প্রাণ
সেই প্রাণ বিনিময় অর্জন বাংলা।


বাংলা ভাষা আমরা বাঙ্গালী মাতৃভাষা বাংলা
ভাষা শহীদদের প্রতি সমবেদনায়।
বিনম্র শ্রদ্ধ‍্যাজ্ঞাপনে ধীরতায় স্মৃতি প্রতীক প্রতি
আস্তার হ্নদয় থেকে আন্তরিক ধন‍্যবাদ।


তাই তো প্রতিটি বৎসর'ই আসে ফেব্রুয়ারী
মাস। আসে একুশে বইমেলা।
বাংলাকে জাগ্রত করতে ফোঁটায় ফুল কবি
সাহিত‍্যিক গীতিকার রম‍্য রসিক'


ছড়া কারক জীবনমূখী মানবতাবাদী প্রেম
বিরহ ধর্মীয় প্রতিবাদী বিবিধ কবিতা।
প্রাণের মেলায় কবিদের কলম জ্ঞান ছড়ায়
আলোর মশাল জ্বলে কবিতা পংক্তিতে।


পদচারণা কলরব মুখোরিত কবিতা বইমেলা
কবি চরণ ঊষার আলোক ছড়ানো।
কি যে ভালো লাগে দু'চোখ জুড়ায় বুক খানা
আস্তার শান্তি মিলায় আপন তৃপ্ততায়।


কবিতার মেলা কবিমন সারাটি সপ্তাহ মাস বছর
অপেক্ষিত কবে আসবে বইমেলা?
একটি কবিতার বই প্রকাশ করত: যাব মেলায়
কবিরা যে বাংলা ভাষার উদজীবিত।


ধরে রাখো ভাষার আলোক জ্ঞান বাংলার জয়গান
বাংলা হয় যে কবিদের প্রাণের প্রাণ।
সুখের ছলে কষ্টের বনে গাঁথা মালা প্রেমিক খোঁজ
মনের সুখে লেখা বাংলায় পত্র প্রেম।
-----------------------------------------------
নোট: সেই না কবিতার মেলা কবিমন সর্বকাল সেরার।
*******************************
বাণী: বাংলা ভাষার মর্যাদা দিতে ও এই ভাষাকে পরিশুদ্ধ ও সাবলীল ভাবে বলতে বাংলা প্রতিটি সন্তানের সঠিক চর্চা করা। অনেক স্বপ্নের রক্তক্ষয়ে অর্জিত মাতৃভাষা বাংলা। এ'ভাষাকে অক্ষুন্ন ও সুরক্ষা রাখতে ধীর মনবল পোষণ করা ও ভিন ভাষাকে তাদের মনত জানা। অন‍্যথায় মাতৃভাষা বাংলাকে সম্মান জানানোতে বিঘ্ন ঘটে থাকবে। যা কখনও কাম‍্য হবার নয়।