একটি কবিতা শব্দ হতে যেন পাঠক পায় অর্থ!
অর্থবহ লেখুনি তাৎপর্যতা পূর্ণ মননশীল কাব‍্য।
বার্তা থাকে যেন সভ‍্যতার বিকাশ লাভে ধন‍্যতা
সেই কবিতা আসলে আমরা লিখেছি কি জানি?


অনেক কবিই লেখেন তাদের ভাল লাগে লেখেন
তাদের মতন করে। আমিও লেখি আমার মতন।
আসলে কবিতা লেখি কেন এমন প্রশ্ন জাগে ঐ'
সেই চেতনায় আমাদের প্রশ্নবিদ্ধতা রয় কবিতা।


বাংলা ভাষারই মান অর্জিত মূল্যবোধ জাগ্রত মর্ম
সবই যেন বাংলা ভাষা-ভাষী কবিদ্বয় মেল-বন্ধন!
চরম আকারে লেখা রাত জাগা পাখি ভোর বেলা
পশ্চিম গগণ চূম্বি হতে সকল মসজিদ মিনার ধ্বনি..


সে এক অনন্য শোভা ভরা জাগ্রত সুন্দর আহবান
ঘুম হতে জেগে ওঠো ও মুসলিমেরা প্রাতঃরাশ পর্ব'
পবিত্রতায় ওজু শেষে নামাজ পড়তে যাও মসজিদে
কায়েম করো নামাজ; নিজ কল্যাণ চাও যদি তবে।


এমন করেই কল্যাণের আহবানে মন্দির ও গীর্জা
অন্যান্য ধর্মালয় হতে একই ভাবে সু'ডাক আসে!
যা লেখা বাংলাতেই বাংলা ভাষার মানুষের কল্যাণ
যেমন কল্যাণ মানবতায়; তেমন কল্যাণ বাংলার।


একজন কবির প্রচেষ্টা রয় শত কষ্ট বিনিময় বাংলা
মায়ের ভাষাকে জাগ্রত করে সুউচ্চমান রূপদিতে!
সকল দেশের তরে বাংলার মানুষ পরিচিত লাভে
এক অসাধারণ প্রকাশ মিলবে সারাটি বিশ্ব দরবার।


অনেক বড় ভূমিকায় স্বাক্ষর রাখেন বাংলা কবিতা
উপন্যাস, রম্য-নাট্য, সংলাপ, আলোচনা পর্বের
মূল্যবান কথাকলি, সিনেমা, ছোট গল্প, বিচিত্রতা
বৈকাল, ঐকাল, সেকাল, আজকাল কার কথারস।


দেশের ভাষা মাতৃভাষা; বাংলা মায়ের ভাষা কথা
এরই মাঝে প্রকাশিত কথামালায় রয় আঞ্চলিক!
নানান রকমের ভাষাগত ভেদাভেদ কাব্য রম্যতা
শুদ্ধতা প্রকাশে অঞ্চল নয় পার্থক্য সব মেলবন্ধন।


কবিদের সালাম জানাই' জানাই সম্মান হৃদয়টি
ভরা তৃপ্তির সহিত। আরো লেখে যেন বিজয়ের
কাব্য ভাষা বিজয়; দেশ স্বাধীনতা কাব্য মহান
মহানূভবতা সেরা ভিত্তির অসাধারণ উচ্চারণিক।


বাংলা যে একটি ভাষা সেই ভাষা কবিরা পারে
সুন্দর কথামালায় মহামূলবান বেগবান করতে।
সকল কবিকে মূল্য দিতে জানতেই হবে সমাজ
কারণ কবিরাই বাংলা ভাষার কান্ডারী কল্যাণীয়।


তা না হলে বর্তমান যে দিনকাল ও সমাজ দেখা
দিন দিন হচ্ছে সমাজের মানুষ পরচর্চা ও বৈদেশ
নিজদেশ নিজ ভাষা পাড়ুক না পাড়ুক হেলায় ভরা
নিবুদ্ধিতায় অজ্ঞতা বশতঃ হতে যাচ্ছে দিশেহারা।


না আছে পরিবার মহত্ত্বতার প্রতি অল্পতে তুষ্টতা
না আছে নিজ দেশ প্রতি আত্মঃবিশ্বাস সহমর্মিতা!
নিজেকেই নিজ অজানা; সেথায় দেশ ও ভাষা কি?
এমন করে বর্তমান প্রজন্মদের না ঠেকালে সর্বনাশ!


তাই তো একজন লেখক হয়ে লিখবে দেশাপ্রেম
কাব্য কথাকলি সুন্দর সুউচ্চারণ কবিতা বাংলায়!
মুক্তমন মুক্ত চেতনা অসাধারণ ভাবনা চর্চা সেরা
অর্থের তারতম্য সঠিকতা' প্রেরণা পেতে সভ্যতা।


অপসংস্কৃতি যেন প্রবেশ না করে বাংলা ভাষায়
বাংলা ও বাংলাদেশ সুন্দর একটি দেশ! এমন
দেশটি দ্বিতীয় আর নেই কোন দেশ তুলনাতিত
আমার আপনার এই বাংলাদেশ আমরা বাঙ্গালী।


সকল লেখক প্রতি বিশেষ অনুরোধ রইল লেখা
যেন আমরা লেখি এই দেশ জনতা কল্যাণকামী!
সুন্দর জাগ্রত জাতিতে রূপদ্বার করানো অপূর্বতা
হিসাব যেন রয় কলম কবি কবিতা বাংলা সুমতি।


শ্রদ্ধ্যা জানাই বাংলাদেশের বাংলা ভাষা শহীদের
প্রতি বিনম্র শ্রদ্ধ্যা জ্ঞাপন সমেত পুষ্পদান মাল্যে।
স্বাধীনতার মাস ২৬মার্চ'২০২৩ইং বাংলা'১৪২৯
১২ ফাল্গুন, সকল কবিই যেন হতে পারি বাংলার।


এই দেশ আমার আপনার প্রজন্মদের বাংলাদেশ
দেশকে ভালোবাসা মানে দেশের ভাষাকে জানা!
সেই ভাষাকে সাথে নিয়েই অন্য দেশ মানুষদের
আমার ভাষার প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধিতে ঐ'দেশ..


ভাষা শেখাতে নেই কোনই দোষ জ্ঞানলব্দ অর্জন
শিখবো; জানবো; জানাবো; জানতে চাইবো; নেই
কোনই মানা। নিজ দেশের সুন্দর বৈচিত্রের কথা
গুণগত মান আরো বৃদ্ধিতে হই যেন সুচারু দীপ্ত।
×××××××××××××××××××××××××××
বাণী: যে পরিবারের সন্তানকে পিতা-মাতা কাঁঠ-খড় পুঁড়িয়ে নিজেদের সুখের কথা মনে না রেখে ঐ'সন্তানকে মানুষ রূপে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রাখেন। সেই ছেলেটিই এক সময় বড় হয়ে যখন ঐ'পিতা-মাতাকেই অস্বীকার করে গর্বের সহিত শুধুই সুন্দর লালসীত লিপ্সা জীবন-যাপন প্রচেষ্টা করে বেড়ায়। সেই সন্তান কখনও দেশ প্রেমিক হতে পারে না। কারণ যে সন্তান নিজ পিতা-মাতাকেই সুখে রাখায় অবজ্ঞা! সেই সন্তান আবার দেশ প্রেমিক হয় কি করে? সেই জন্যে আমি কবি বলতে চাই বাংলাদেশের প্রতিটি সন্তান যখন পরিবার প্রেমি হতে পারবে আর তখনই দেশ প্রেমের আভায় ঐ'সকল সন্তানেরা সোচ্চার হবে। অন্যথায় দো-দূল্যমান। মুনাফেক ছাড়া আর কিছুই নয়।