হঠাৎ করেই কলকাতা যাওয়া
জীবনের প্রথম দেশের বাহিরে
যাওয়া। মন বলেছিল বড় ইচ্ছা
জাগায় ঘুড়ে বেড়াবো বেশতো।


সময় যে কথা বলে গুণে নেয়
একেবার পরিপূর্ণ করে, আপন
পর কোনই বাঁধন বাঁধ মানে না
অল্প সময় ছিল হাতে তবু গেছি..


ছুটে কলকাতার বইমেলা কবি
লেখক সাহিত‍্যিক উপন‍্যাসিক
ছড়াকার শিল্পী গায়ক গায়িকা
দেখা পেলাম বাংলাদেশ স্টল।


খুব সুন্দর লাল-সবুজে আবৃত্ত
অসাধারণ কাব‍্য মেলা নন্দিত!
কবিদের পদচারণায় মুখোরিত
সমস্ত বই প্রকাশনী স্টল সমূহ।


বলে বোঝানো যাবে না চোখে
দেখলেই একমাত্র সম্ভব প্রকৃত
বইমেলা প্রাণের মেলা আত্মার
শোভা ছড়ানো জ্ঞানপিপাসীত।


দু'চার জন পরিচিত বাংলাদেশ
হতে আগত কবি উনাদের সাথে
সাক্ষাৎ হল, কতটা আপন হ্নয়ে
বইমেলা হতে মনটি বের চাইনি।


তবুও সময় যে কথা বলে সত‍্যই
প্লেনের টিকিট কাঁটা ইতি মধ‍্যেই
ঘড়ির কাটাতে বেঁজে যায় সাতটা
প্লেনে উঠার সময় সোঁয়া নয়টা।


বইমেলা হতে দ্রুত ছুটে ট‍্যাক্সিতে
চেপেই এয়ার উদ্দেশ‍্যে রওয়ানা।
হায়রে ট্রাফিক জ‍্যাম্ব সময় যেন
কোনই সময় দিতে রাজি নয় মন।


মন খারাপ করে এলাম এয়ারপোর্ট
সূভাষ চন্দ্র বসু আন্তজার্তিক বিমান
বন্দর। দেখতে পেলাম সময় ফেইলু
তারপরও খুব ভালো লাগা থাকলো।


নয়টা পনের মিনিট বাংলাদশ বিমান
এয়ার লাইন্স লিঃ  বোরিং চেক শেষে।
দশটা বাঁজে বিমান অবতরণ গন্তব‍্যে
সময় যেন কথা বলে এলাম নিজ দেশ।
*************************
বাণী: জীবনের স্বপ্ন পূরণে অবশ্যই নিজকে আগে তৈরি করতে জানতে হবে। তারপর যারন্যায়, মানুষ ধীরে ধীরে বিধাতার নিকট চেয়ে সুন্দর জীবনমান গঠন করত: সভ্যতা ছড়াতে নিজেকে প্রকাশে দেশ-বিদেশ ভ্রমণে এগিয়ে যাবে। আর সেই সকল মানুষেরাই দীপ্মমান সমাজের সুন্দর সামাজিক মানুষ পরিচয়ে সমাজকে আলোর পথ দেখাতে সক্ষম হয়ে থাকে। অন্যথায় নহে।।