আজ দেখা সদ্য নবজাতক কচি মুখখানী
হায়'রে কথায় বলে শিশুরা নি:ষ্পাপ!
ওরা ফেরেস্তা কূল এ'ধরা এক অনন্যতা
মুগ্ধকর আভাস সেরা এক অপূর্বরূপ।


কত ভাল লাগলো একান্তই মায়ের কোল
বুকের পাজর পেটের উদর নারীকাঁটা!
মানিক-রতন ভূমিষ্ট এ'দুনিয়া মাতৃকূলের
দেশ জনতা রক্ষা সেরা সুসন্তান পেতে।


প্রতিটি ঘর স্বামী-স্ত্রী সংসার মিল-মহব্বত
বন্ধনে চাওয়া আর-পাওয়া আত্মতুপ্তির।
প্রজন্ম বলে কথা সমাজ তটে সকল মনুষ্য
কামনা-বাসনা-কাম্য-কাম-সুখ-সোহাগ!


এমন করেই প্রেম-সৌদামিনী সোহাগ ছড়ায়
সৌরভ সুন্দর সুগন্ধী গোলাপ স্বার্থকতা।
মানুষও সেই রকম শোভা ছড়ায় সন্তান জন্ম
এক অপূর্ব অনুভূতি প্রেম মায়া স্বার্থক।


তাই আজ নতুন করে জানলাম দেখলাম শিশু
ভূমিষ্টতা এক অসাধারণ অপূর্ব মুখ শিশু!
কি যে ভালো লাগলো বলে বুঝাতে পারা দায়
আমিও ছোট ছিলাম অনেক আদর প্রাপ্তি।


কেমন ছিলাম আমি ঐ'সেই ছোট্টবেলার শিশুটি
মায়ের আদরের ছোট্ট শিশু কেন আমরা!
কোন মত বড় হয়ে করি অবহেলা মা-বাবাকে?
ওরে অবুঝ জন্ম শিশু দেখা কত ছোট্ট।


এ কেমন মানব শিশুর বেড়ে উঠা সমাজ মানসিক
চেতনা হয়ে পড়ে অপর মানুষ প্রতি?
নিজ মানুষ হয় পর; আপন পর ভুল পথ চলাতেই
সুখ আর সুখী জীবন সবুজ-শ্যামল!


কিসের জন্য হয় পর আপন আর আপন হয় পর
এমনি ধরণী পর শোভা এক অবিচল।
সত্যই ভাবতে অবাক লাগে মানুষ ও শিশু কাল
মুগ্ধ হতেই কমলমতি সুখ মুগ্ধতায়।


একটি শিশুর জন্ম যেন প্রথম দেখা ফুল সৌরভ
ঐ'পাপড়ী সৌরভ মনটি পরিবার চল!
সুশিক্ষা সুন্দর স্বভাব চরিত্র পরিবার আপন-পর
বিধাতার দয়ার দান উত্তম শিশু ধরণী।
×××××××××××××××××××××××××××××××××××
বাণী:শিশুর জন্ম মানে ধরণীকূল স্বার্থকতা লাভে ধন্যতা পায়। বিধাতা বলেন শোন মানুষ! শোন সকল দুনিয়া হল কারাগার। এই কারাগার ভেদ করে হও যদি মানুষ। তবেই মানব শিশুর জন্ম স্বার্থকতা লাভে ধন্য। অন্যথায় ঐ'শিশুরই জন্ম অনৈতিক জীবনমান ধ্বংস। সুন্দর মুখ ও সুখ-দুনিয়া-খুঁশি পিতা-মাতা কষ্ট শেষ ঠিকানা ঠিক থাকে না। তাই শিশু জন্মে যেমন খুঁশি তেমনি উপযুক্ত মানুষ করতে না পারলে। পিতা-মাতা মন ও প্রাণ ক্ষত হয় হাজারো চিন্তা-চেতনা ভরা হৃদয়টিতে। তাই বলি জীবন সুন্দর গড়ি শিশুর আবাস সুন্দর তৈরিতে রই অপূর্ব মন মানসিকতা। তবেই স্বার্থক শিশু ও শিশুর সুন্দর পরিবেশ। তবেই খুঁশি শিশুর মুখ দেখে। অন্যথায় অলীক চেতনা চল ছাড়া আর কিছুই নয়।।