কে বলেছে আপনি বড় নহে;
কে বলেছে ছোট আপনি;
আপনি কি বলেছেন?
না কেউ আপনাকে বলেনি!


আপনি যদি নিজেকে চিনতে না পারেন;
যদি প্রকৃত জ্ঞান অর্জন করতে না পারেন;
তাহলে কি করে বড় হবেন?
বড় হতে হলে যে থাকতে..
কোন বিশাল বাড়ী!
থাকতে হবে না তেমন কোন অর্থ-কড়ি;
বড় হতে হলে যে থাকতে হবে..
আমাদের মনুষ্যত্বের বড় মন!


যেখানে শুধু থাকবে এক যে বিশালতা;
হয় তো বলবেন লেখক কি বলতে চাইছে?
না আমার বলার অনেক কিছুই আছে,
তবে আমি বলবো শুধু সকলের জন্যে;


বলতে চাই মিথ্যা ও অসত্যের পথে..
বড় হতে না চেয়ে;
শরীরে বড় হতে না চেয়ে;
রুপ—চেহারার সৌন্দার্যে বড় না হয়ে;


এসো আমরা বড় হই যোগ্যতা বলে!
পর ধনের প্রতি লোভের বশবর্তী না হয়ে;
নিজ শরীরটা কে খাঁটায়ে;
একটু পোষ মানায়ে নিজেকে গড়ি!


যে কাজ করলে আর কখনও নিজেকে..
দিতে হবে না ভবিষ্যতের মাসুল!
হতে হবে না নিজে অপমান;
ভূক্ত ভোগী হবে না পরিবার—পরিজন!


তাহলেই হতে পারবো আমরা বড়;
বড় হতে হলে কায়্যিক শ্রম বিনিময়..
হতে পারবো আমরা বড় হওয়ার ..
এক অবিছেদ্দতার আশ্রয়াস্থান।


যেখান হতে আর কখনও হবে না ক্ষয়!
গ্লানিতে থাকবে না কোন.
অপর মানুষের আহাজারির আত্ন:গ্লানি;
আমরা জানবো নিজেকে!
অর্জন করবো না কোন মিথ্যাকে;


সামনে নিজেকে তুলে ধরবো যতটুকু আছে!
সহযোগিতা করবো যে সমাজ ও জাতিকে..
নিজেকে এগিয়ে নিবো আর ..
যে নিজেকে আগাতে পারে নাই;
তাতে কি হয়েছে! সহযোগিতা করবো তাকে!
যদি সে নিতে জানে।


যে নিজেকে এগিয়ে নিয়ে যাবে..
এক ভিন্ন রুপে
যে দেশ, জাতি, ধর্ম—বর্ণ!
নিজে করবে আলোকিত!


নিজের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে;
করবে দেশ ও জাতিকে।
তাতেই নিজেকে বড় করতে পারবে!
হতে পারবে সমাজের একজন বড় মানুষ।


তোমাকে বড় হওয়ার স্বপ্নে বিভোর হতে হবে না;
তখন সমাজ—ই—তোমাকে বড় করে খুঁজবে।
কভু ভেবো না অন্যায় করে বড় অপরাধী হয়ে!
অপরাধে আলামত সংরক্ষণ করা যায়!
ভবিষ্যৎ অন্ধকার করা যায়!
অপরাধ জগৎ অনেক বড় করা যায়!
তাতে কি লাভ হয় মানব জীবনের?
আমি কারও সাথে করছি অপরাধ?


দেশের ভূ—খন্ড রক্ষার্থে?
না তাহলে কেন করছি?
আমার মত অপর একজন মানুষের ক্ষতি করে;
নিজেকে ভাবছি বড়!


আসলেই কি সে নিজেকে বড় করতে পেরেছে?
করতে পেরেছে পরিবার—পরিজনকে?
অপরাধী এক সময় দুনিয়াতে থাকবে না;
তার অপরাধের অপবাদের বোঝা;


চলবে বয়ে পরিবার ও প্রজন্মরা!
তাহলে কেন আমরা জ্ঞান—বুদ্ধিতে
না হয়ে বড়, হচ্ছি অপ্রীয় অন্যায় করে?
তাই তো বলি আমরা কেহ নহে বড়!


যদি না হই কর্তব্য—নিষ্ঠার বলে বড়!
আমি তো কাউকে বড় ভাবতে পারছি না;
আজ যাকে বড় ভাবছি;
কাল দেখি তার অন্ধকার জগৎ;
প্রকাশিত হচ্ছে তার ব্যক্তি জীবনের সেই অন্ধকার দুনিয়া!


তাহলে কে বড়?
বড় হতে হলে যে, করতে হবে নিজেকে..
চেনার ও জানার সেই বড় কি কাজ?
সেই কাজের বিনিময়েই তো আমরা..


হবো বড়; গড়বো নিজেকে মানুষ রুপে!
জীবনে যদি কিছু না করতেও পারি;
সারা জীবনেও হতে হবে না কোন!
গ্লানির স্বীকার; সমাজে হবে না কোন..


অপরাধ তৈরির মত কোন অপরাধ।
তাইতো বলি কে বড়?
বড় সেই ব্যক্তিই যে নিজেকে গড়েছে;
গড়তে পেরেছে সমাজের মিথ্যা ও ঝঞ্জার..
পরিবর্তনের এক দৃষ্টান্ত মূলক কাজ!


হয়েছে সমাজ সংস্কার,
পরিবর্তন হয়েছে সমাজের!
তাই তো বলি বড় সেই, যার কোন মৃত্যু নেই।
মানুষ চলে যাবে দুনিয়া ছেড়ে;
রয়ে যাবে তার বড় মানুষ্যিকতা,
সেই তো হবে বড়।
-------o---------
বাণী : মানুষের জীবনে সব আনন্দেই সুখ দেয় না।