নিজ জীবনের চাওয়াতেই
পেলে যেখানে ভালবাসা
সেই ভাললাগা ভালবাসাতেই
নিজ জীবনকে কেন করলে হেলা?


ঐ হেয়ালি মনের হেয়ালিপনাতে
ভেবে কি দেখেছো কখনও কি করছো?
জীবন তোমার কোথায় যাচ্ছে চলে?
নিজ মন যে আর নিজের কাছে নেই।


সব নিজকেই পর করে চলে যাচ্ছো যে..
সর্বনাশের ওলি-গলি'র দিক-বেদিকে।
এক সময়ে লেগেছে যাকে ভাল পেয়েছোও
সেই মতে! তবে কেন কোন হেয়ালীপনাতে


বসেছো ভুলতে সেই ভালবাসার অপূর্বাকেই?
মেনে নাও না! সকল কিছু ভুলে চলি ঐ মনে
যে মনে প্রথম দেখাতে ভালবেসে ছিলে।
কি যে ভাল লাগবে একটু অপেক্ষা করলেই।


নিজেই দু'টি নয়ন ভরে এক সময় আপন মনে
অপলক নয়নের সেই অপূর্বা চেতনাতে দেখবে।
আর যদি ঐ মনে দেখতে না পাবে তবে সবই
হারাবে! কোন কিছুই পাবে না সব হারায়ে।


কেন এতো অবহেলা?
কেন এতো সংশয়?
যাকে বেসেছো ভাল তাকেই করছো হেলা কেন?
কেন এতো অহং তোমাতে?
ওহে কেন এতো ঘৃণা?


সেই তরে কেন এতো অবহেলা ঐ ভালবাসাতে?
না! অনেক হয়েছে আর নয়!
চল এক সাথে সব অবহেলাকে তারায়ে
করি বসবাস' ক"দিনের এই ভবে রব আমরা?


সেই জন‍্যেই সব ভুলে কেন অবহেলাকে
করে জীবন নামক মনটিকে শান্তির পরশে দেই ভরে
তবেই তো স্বার্থকতা লাভে ধন‍্য হবে
কেন অবহেলা নামক মানব জীবনের প্রেম ভালবাসা।।।
===××===
===×××==
বাণী: মানব জীবন খুবই ঠুনকো! সেই তরে কোন অহং বা তিরস্কার নহে! ভালবাস সব ভুলে একমনে রবে একই সাথে। হায়রে মানুষ আমরা। একজনে অপর জনকে নিবে যখন আপন করে। ঐ মনে কেন অবহেলার বিষয়টি আসবে না সামনে কেন অবহেলা ঐ সেই মনে।।