কথা বলতে শিখেছি পারছি কথা বলতে
আল্লাহর নিকট লাখ কোটি শুকুরিয়া।
সেই লোন বিধাতাকে শোধরানোই দায়
জীবন চলার পথ কত কথা বলা হয়।


কত সূরতাল কথা মিষ্টতা হয় আলোচনা
এই সমাজ ও মানুষ কথা বলা নিয়ে।
কথার মারপ‍্যাচে মারছে মানুষ মানুষকে
এ কেমন খেলাঘর দুনিয়া ও মানুষ?


প্রশ্ন আমায় বিদ্ধ করে জাগ্রত উদ্ভাস মনে
আঘাত কষে কষাঘাত হৃদয় অনল!
চোখের সামনে বিনা কারণেই মিথ‍্যা বলে
করছে একমানুষ অপরকে অপমান!


কথা এতোটাই অমূল‍্য সম্পদ সেই সম্পদ
কেমন কর্মে কোন মূল‍্যবান লাভটি!
নেতা অতিসহজ ও অতি-তুচ্ছতা বলে এক
আল্লার কছম কাটছি ওরে খোদা'রে!


আমি করি নাই এই কাজ ঐ'কর্ম আমারই
নাম এতো অপবাদ? অথচ ঐ'লোক..
কিছু সময় হয় করে আসলো অপর বদনাম
অপর নিয়ে সমালোচনা কারণ ছাড়াই।


এবার বলি শোনেন যারা সমাজ বুকে মিথ‍্যুক
মহা মূল‍্যবান অমূল‍্য সম্পদ কথামালা।
সে অতিচমৎকার রসিকথা রম‍্যরস ব‍্যবহারে
হই যেন আমরা যথার্থতা যথাযথ কর্মে।


হিসাব যেন করি বলিকথা যেই কর্ম বিধাতার
বিধান মতন নিয়মে রয় বলা বলি তাই।
অন‍্যথায় যেন সংবরণ হই ধীরতা মানুষ তবে
বিনা কারণ কথা না বলি অসৎ সঙ্গত‍্যাগ।


পবিত্র রমজান মাস সংযম মাস সিয়াম সাধন
মাখফেরাত দশদিন শেষে ফজিলত এলো'
হওদীপ্তমান মানুষ সংযমী অনুশাসন সভ‍্য সত‍্য
মিথ‍্যা ডাকতে দিওনা দিব্বি আল্লার কছম।
*****************************
বাণী: মিথ‍্যা বলে বেশি বেশি যারাই। সেই তারাই না মিথ‍্যাকে সত‍্যে পরিণত করতে কছম কাটে অসম্ভব রকম। যা যায়েজ বানাতে পবিত্র মুখটি করে থাকে মূল‍্যহীন। সেই সকল মানুষেরাই সমাজে কলঙ্কিত ও ঘৃণিত।