কষ্টকে যে জয় করতে পারে;
তারই জন্যে বেদনা;
তারই জন্যে দু:খ;
আমরা কি জানতে চাই কষ্ট কি?
বেদনা কি?
দূ:খ কি?
শুধুই সুখের নেশায়!
আমরা মানুষ হতে চাই বিভোর।


কষ্ট বিনা কখনই সুখ হয় না লাভ!
জীবনে যদি সুখ লাভ করতে চাও..
কষ্টার্জিত জীবন গড়ে তোলো এই সময়েই;
যখন প্রয়োজন তোমার অর্জন সফলতার.
তবেই তো কষ্ট ধরা দিবে না তোমায়!


আমরা মানুষরা চোখে যা দেখি
কত কিছু তো ভাল লাগার ও চাওয়া-পাওয়ার...
তা কি ভোগ করি?
সকল মানুষ সমান ভাবে?
মোটেই না করি যার যার সামর্থের মধ্যে;
তারপরও কি কষ্ট ছাড়া মানুষ?


সকল মানুষের আছে সর্বোচ্চ  চাওয়াটা চাওয়ার কষ্ট;
আছে পাওয়ার কষ্ট;
থাকবে না পাওয়ার বেদনার কষ্ট;
যখন কষ্ট করে করতে করা যাবে অর্জন!


করলে নিজেকে তৈরী;
তবে ভবিষ্যতে পেতে হতো না কষ্ট।
আমরা কি কখনও ভেবে দেখেছি?
একটি পরিবার কি কখনও কষ্ট ব্যতিতই
কোন মানুষের অক্লান্ত পরিশ্রম ছাড়াই;
সৈনিক কঠোর প্রশিক্ষণ ছাড়াই;
যেমন হতে পারা যায় না..
ভাল পরিবার গঠন, আদর্শ মানুষ, শিল্পপতি ও সৈনিক)।


যে জীবনে কষ্ট নেই;
সেই জীবন কি করে হতে পারে..
নিজ জীবনে ও মানব কল্যাণে স্বার্থক?
কষ্ট কে দূর করায় প্রত্যয়ে পণ করতে হবে;
যে না কষ্ট চায় জীবনে পেতে!
সে হবে এক দূরান্ত দূর্লভ কষ্ট সহিষ্ণু কারী।


কষ্ট বিনিময়েই করতে পারবে কষ্ট লাঘব;
বিনা (কষ্ট-শ্রমে) লাভ হবে না সফল মানব জীবনে!
আমরা করবো জয়, করবো জয় কষ্টকেই;
তবেই তো স্বার্থক কষ্ট সাধ্য জীবনের!
উপহার দিবে এই তৃ—ভূবণে বিধাতা আমরা মানুষকে!


তা না হলে যে আমরা মানুষ
কষ্ট-শ্রম বিনা হতে পারবো না জয়ী;
আশরাফুল মাকলুকাৎ।
শ্রম বিনা হলে বড়; ভূলে যাবো আল্লাহকে!


বেশ—ভূষে হলেও বড় নিজেকে অজান্তেই অপরিচিত মনে হবে;
যা দেখি এই সমাজেই, আমরা সহজেই পেতে চাইবো না!
জীবনকে আপন করার স্বাচ্ছন্দতা ও বিলাসী জীবন-যাপন;
যা কিছু পেতে চাই সবই হতে হবে কষ্টার্জিত।


কেউ কাউকে দিক না অন্যকে উপহার;
তাতে কি তোমার কষ্ট নেওয়ার,কিছু নাই যে আর,
যে বিনা শ্রমে পায়, সে তো কষ্ট বোঝে না;
পূনরায় না সে দিলে, কষ্ট পেয়ে বুক ভাসায় যে দু’নয়নের জলে!


আমরা যা্ কিছুই পেতে চাই মন ও শরীর খাঁটায়ে;
অর্জিত সেই শ্রম মূল্য তবেই তো কেন কষ্ট..
মানব মনে জাগ্রত হবে না যে আর
কষ্ট টা হবে যে স্বার্থক মানব মনের।


কত রকমের কষ্ট মানুষের মনে..
শুধু মানুষ নয়;
প্রাণী জগতের প্রাণিদের মনেও অনেক কষ্ট আছে?
মানুষ অতি অসহায়ত্ব বোধ শক্তির;
তাই সহজেই কষ্ট প্রকাশ করে।


আর প্রাণী জগতের প্রাণীরাও প্রকাশ করে তাদেরই জগতে!
কেন আমরা মানুষরা কষ্ট পাবো?
কেন কষ্ট দিবে অন্য মানুষকে?
কষ্টের মত অপরাধ না করলেই তো..
কেন কষ্ট পাবে মানুষ?
কষ্টকে শ্রম দ্বারা পূঁড়া-কাষ্টে পুঁড়ায়ে!
দূর করতে পারলে কষ্ট নামক দু:খটাকে;
কেন দেখা দিবে মানব নামক জীবনে।।
কষ্ট নামক এক বেদনার আহা-জারী।।।
অলসতা, পর-শ্রী-কাতরতা, সময়ের সদ-ব্যবহার না করায়:
একমাত্র দায়ী মানব জীবনে কষ্ট;
তাই তো কঠোর পরিশ্রমই মানুষকে কষ্ট দূর করার অবতার।।।


বাণী : আমরা মানুষরা যত বড়ই শিক্ষিত হই না কেন! কেহই সব কিছু সমন্ধে অজানাই রয়ে যায়।।