তোমরা যারা যোগ্যতার বাহিরে রও ভাল
দয়াময় তোমাদের বাসেন কত ভালো।
কেন করো খাই খাই একটি বার কি ভাব?
যে যোগ্যতা তোদের রয় তাতে খুঁশিনও।


কেন'রে মানুষ মন; সভ্যতা বেসাল মনটি
শুকুরিয়া আদায় নয়; মনটি হৃদয়সম।
কি করে হবি মানুষ, সফল সফলতা সুমন
একবার যদি যায় ঐ'দাম্ভিকতা কর্ম।


কেমন করে হবি খুঁশি, সেই কথাই অজানা
বুঝবি কেমনে সেই বুঝ অবুঝ ভাবনা?
বুঝবি ঠিকই যা পেয়েছিস হারালে তখনই
তখন শুধু আফসোস করে কূল হারাবি।


এখনও সময় আছে চল সুন্দর কর্ম ফলে
ক্ষমা চাও বিধাতার দরবার একনিষ্ঠায়।
চলবে সত্য-নিষ্ঠার ন্যায় পরায়ণ বিকাশে
উন্নত মন ও পরিবার পাবে সমাজটিতে।


নয় তো যতই করবি হাক-ডাক; হাব-ভাব
শেষ মেষ অপেক্ষা অলক্ষি প্রলাপবাক্য।
তখন দেখবি কেউ নেই পাশে ঐ' দেখ না
কেন'রে তোরা অভুক্ত আজ অপদার্থে?


শূন্য গোয়ালে অটো গরু পেয়েও নয় খুঁশি
তাই তো আজ তোদের জীবন অখুঁশি!
মন্দ-স্বভাব-মন্দ-চল-দাম্ভিকতা-জীবন-মন
সেই না আজিকেরই আহাজারি হৃদয়।


যতই করিস নিজকে অত্যাচার অযোগ্য মন
খাঁট-কাপড় টানলে হয় না বড় অজানা!
তাই তো তোদের জীবন অসভ্যতা আজ ভরা
লজ্জ্বা তোদের কি হয় না কি ছিলে-পেলি?


তারপরও অবচেতনা মনটিতে শুধুই চলিস
পরধন লোভ-লুটে-পুটে খাওয়া মনটি।
এই তোরা সভ্য জাতি অপর দিকটি বলিস
সভ্যতা খুঁজিশ কোন আত্মা মন-প্রাণে?


মানব জীবন পশুমন কেমন স্বভাব বিবেক?
এখন-চল কম-বেশি শিক্ষা-ধর্ম-জ্ঞানে!
মুখে বলিস কতকথা বিজ্ঞ-বিদ্যতা পূর্ণ বাক্য
প্রকৃত পক্ষে হারামী মন অজ্ঞতায় ভরা।


কি করে সেই মনটিতে মুখ দেখাস পরিবার
পরিজন মহল্লা সমাজ বুক প্রকৃত গুপ্তরা?
ভাল মানুষ খুঁজিশ মুখে খই পীরজাদা বংশী
হাত নিকট ভরা কলসি সেই না অভূক্ত।


পাপ-কর্ম-ফল-অতিরিক্ত-লোভ-লালসা-লিস্প
সময়-গোমাই-নাই-বাবু-গিরি-বিলাস!
পরধন বিলাপ কেন নেই ধনরত্ন ভরপুর ঐ'মন?
তাই-তো-বলা-কেন'রে-তোরা অভূক্ত?
××××××××××××××××××××××××
বাণী: সময় কথা বলে' সময়কে যদি লাগাতে জানা যায় প্রকৃতই কাজে। সেই কাজের সফলতাই বলে দেয় উন্নত মননে অনন্য সভ্যতা পাওয়া মানব জীবনবোধ সময় কথা বলে। যে সকল মানুষেরা প্রকৃত কর্ম-নিষ্ঠা জীবন সময়কে সাথে নিয়ে দৌঁড় দেয়। সেই মানুষেরা কখনো অভূক্ত থাকে না।