স্বভাবে যারা নয়'তো ভাল
যতই হউক ধনী ও গরীব!
যার যত আছে চায় আরো
যাদের কম আছে তারাও।


তাহলে দেখা শোনা জানা
অভাব-অভাবী সকলেই।
হায়রে মানুষ' অজানা রয়
মনুষ্যত্ব বিকাশ অন্ধকার।


বিবেক বৈচিত্র অনল স্বপ্ন
সুবিবেক চেতনা রয় কি?
এ'ধরা যেন চরম স্বপ্নবাজ
সঠিক পথের দিশারী অন্ধ।


যোগ্য যাই থাকুন না কেন
তারপরও অনেকেই ভাল
সুযোগ পেয়েও আরো চায়
এ'কেমন ধরার হিসাব?


ওরে বিবেক অবিবেচকরা
বিধাতা দিয়ে ধন করেন
পরীক্ষা। বলে দেখি করে
কি, আমার বান্দা মানুষ?


এতো দেই তারপরও বলে
আরো পেলেও হয় তাদের।
এমন বেহুশ স্বভাব কেন'রে?
শুধুই করে খাই খাই স্বভাব।


এতো চাওয়া বিলাস বিলাপ
কেন করি প্রকৃত মানুষ হলে?
সুন্দর স্বভাব গড়তে বিধাতার
প্রদত্ত ধর্মগ্রন্থে আদেশ মান্য।


সেই নিয়ম-কানুন-পালনেই
আপন পর সকল ক্ষেত্রে যেন
সহমর্মিতার মন হৃদয় মাঝে
সুন্দর চাওয়া তবে জয়মাল্য।


খাই খাই স্বভাব লোকেদের
পরিনতি হয় খুব যে কষ্টের।
বেশি কিছু দরকার কিসের?
স্বাভাবিক জীবন বিধাতাতে।


সুন্দর কর্ম-তৎপরতা সেরার
পবিত্র জীবন মান শুভকামনা।
দেনা থাকবে না জীবনটিতেই
পরিশুদ্ধতা পাবে মনুষ্যত্বের।
××××××××××××××××
বাণী: মানুষের জীবন কল্যাণ বয়ে আসলেও প্রকৃত পক্ষে চাওয়া ও পাওয়ার শেষ থাকে না। যা সত্যই সব শেষমেষ বিপদ বয়ে আসে। তাই বিধাতার দয়া ও রহমত চেয়েই সকল চাওয়া-পাওয়া প্রাপ্তি হওয়াটা সকল মানুষের জন্যেই কল্যাণ কর। অন্যথায় খাই খাই স্বভাব ধ্বংস ছাড়া আর কিছু্ই দেনে দেয়া না। যা সংবরণ হওয়া অতিবও জরুরী।