ঐ যে ছিল সেই শিশুটি
এনে ছিল একদিন বিধাতা
এই ত্রি-ভূবণে মানব কল‍্যাণে
বাংলার মাটিতে! বাঙ্গালীদের'


জন-পদে আজিকের সেই দিনে'
ঐ দিনটিতে এই ক্ষণজন্মাকে বরণে
ছিল বাংলার আকাশ বাতাস, আরো
কতশত প্রকৃতি প্রেমিক ও প্রকৃতি।


করে নিতে বরণ ঐ যে সেই ক্ষণজন্মাকে।
সেই দিন সবই খুশিতে কি যে আনন্দের
উৎফুল্ল মনে মেতে ছিল শানিত এই
বাংলা। ঔতো এলো বাংলা বলেছিল!


এই শিশুই করবে আমায় মুক্ত সমস্ত
বরবর জাতির নিপীড়ন-নির্যাতনের এই
কষাঘাত হতে দেশকে। সেই তরে কি যে
খুশি ছিল এই বাংলার সমস্ত জন-পদ।


সত‍্যই সেই শিশুই একদিন জ্ঞান দীপ্তমানের
উপযুক্ততায় হয়ে বড় এই বাংলার আপামোর
জনতার সুখ-দুঃখের পাশে ইংরেজদের তথা
পরবর্তী পশ্চিম পাকিস্তানীদের নিপীড়ন ও


অত‍্যাচারের সকল দৃশ‍‍্য অবলোকন করেন'
দেখতে পান! সেই শিশু, কিশোর, কৈশরেই
বাংলার মানুষের ন‍্যায‍্য ও মৌলিক অধিকারের,
কথা। সেই তরে এইটা হতে পারে না! কেন...


মানুষ মানুষে এতো ভেদা-ভেদ?
কেন এতো নির্যাতন, নিপীড়নের আহাজারি?
শানিত কন্ঠে ধ্বনিত হতে থাকে তারই মন-প্রাণ
এই বাংলার মুক্তি!বাংলার মানুষের মুক্তি।


ধীর মন বলের অসাধারণ চেতনা শক্তিতে ভরে
বলিষ্ঠ প‍্রত‍্যয়ের সংকল্পের শতবাঁধা, জেল জুলুমকে
উপেক্ষা করে, তীর্য-বীর্যে গর্জে ওঠেন ঐ সেই শিশুটিই
একদিন, এই বাংলার জন-গণের মুক্তি কামী হয়ে।


ঐ সেই শিশুটিই তিনি আর কে ছিলেন?
যিনি শত নির্যাতন-নিপীড়ন, জেল-জুলুম-অত‍্যাচারের
মাধ‍্যমে, এই বাংলারই জনগণকে নিয়ে সাথে মুক্তিকামী
বাংলার লাল-সবুজের পতাকা অর্জন এনে দেন বাংলার!


আকাশে উদয়নে রচিত করে চির স্থায়ী বন্দবস্তে!
একটি সুন্দর স্বাধীন বাংলাদেশের নিজস্ব মানচিত্রের!
বিধাতার চাওয়াতেই জন্ম দিয়ে, চির-বিদায় নিয়েছেন।
তিনি হলেন সেই জন প্রাণ প্রিয় ক্ষণজন্মা বঙ্গবন্ধু' বাংলার!


কান্ডারী, জাতির জনক শেখ মুজিবুর রহমান। তাঁর শুভ
জন্মদিনটি স্মরণে বিনম্র শ্রদ্ধ‍া সিক্ততায় হাজার হাজার,
লাখ লাখ ও কোটি কোটি বার শুভেচ্ছা ও সালাম নিবেদনে
রইল মন ও প্রাণ হতে, কোন কার্পণ‍তায় নহে অন্তর হতেই।


সেই তরে! আজিকের এই দিনে দিলাম না তোমায় উপহার!
যে উপহার রইবে না' খাওয়াতে পারলাম না নিজ হাতে সু-স্বাদু
খ‍্যাতির কেক, উপহার দিতে পারলাম না শুভজন্মদিনের,
রাখলাম তোমার প্রতি বিনম্র শ্রদ্ধা! নাও না ঐপরপারেতেই।


অনেক ভালবাসি তোমাকে! ভাল বেসে যাব জনম-জনমেরই
তরে' জেনে রেখ তুমি এই শুভ জন্মদিনে কখনও ভুলবো না'
শ্রদ্ধ‍া নিবেদনের এই দীক্ষাতেই' এক নিষ্ঠতায় ভালাবাসাতে।
প্রতিটি বৎসর স্বরণে এই ভাবেই রই যেন এক সাথে সকলেই।


*******
কবিতাটি উৎসর্গিত:
আমাদের প্রাণপ্রিয় রাজনৈতিক নেতা ও কুটনৈতিক নেতা, বাংলার মানুষের মুক্তিকামী কান্ডারী, অকূত ভয়ের অগ্রনায়ক, মুক্ত-চেতনার অপূর্ব খোলা মনের মানুষ, তুলনা হয় না, অন্য কাহারো সাথে! তিনি হলেন সেই শিশুটিই' যার আজ ১৭-ই মার্চ "শুভজন্মদিন" বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর বিদেহী আত্মার মাখফেরাত কামনায়।


****×××****
****×××****
বাণী : এমন শিশুরই বিধাতার প্রাপ্তি হতে আসার দরকার এই বাংলায়! যেন ঐ সেই ক্ষণ-জন্মার "বঙ্গবন্ধু" অর্জিত উপহার এই স্বাধীনতা অর্জন! ধরে রাখতে পারে বর্হি:শত্রুর হাত হতে'
শত নোংরা ও ঘোর শত্রুতার মাঝেও। কে সেই জন রবে, দেশের কান্ডারীতে ধীর মন বলের' দেশ তাকে খুঁজছে।