কবি;
কবি হবে সত‍্যের পথের পথিক
পথ চলবে অবিচল।
চেতনা থাকবে উদারতা ভরা
মানবতা প্রেম যথার্থ!


এমন কোন অনাকাঙ্কিত কর্ম
হবে না কবি এ'ধরায়।
সতত সভ‍্যতা জাগ্রত জাতিতে
সফলতা মুগ্ধতা ছড়ায়।


কবিতার আলোচনা;
আজ ছিল একটি সাহিত‍্য পরিষদ
নামটি রবীন্দ্র সাহিত‍্য-
পরিষদ এর গ্রুপ অনলাইন মিটিং
আলোচনা মতামত গল্প!


চারিতায় অনন‍্য প্রেরণা অনুযোগ
মাত্রাচারিতা কবি কাব‍্য!
কেমনে পরিষদ প্রকাশিত হবে
দর্শক জনপ্রিয়তা ধন‍্যতায়।


পরিষদ সকল সম্মানিত গুণিরা
মতামত পোষণে সমাগম।
অনেক কথা আলাপ-চারিতাতে
বেরিয়ে আসে অপূর্ব চর্চা!


কাব‍্যের গুণগত মান সদস‍্যযোগ
কিসে আসবে কাব‍্যরস?
সেই অনুপ্রেরণায় বিভিন্ন বাক‍্যালাপ
চাওয়া পরিশুদ্ধ কাব‍্যচর্চা।
**********************
বাণী: একজন কবি হতে হলে অবশ‍্যই কাব‍্য লেখার নিজস্ব সত্ত্বার পরিচয় আগে জন্ম নিতে হবে। পরচর্চা পরলেখা নকল চেতনা অপরে কি লেখে। সেই লেখার ভাল লাগা অনুকরণ ও হুবাহুব তাই লিখে প্রকাশ করা কিন্তু একজন কবির প্রকৃত কোন অর্জন নয়। কেউ কবিতা লিখতে চাইলে কোন সমস‍্যা নেই! প্রচেষ্টা করলেই কবি নিজ হতে কবিতা লিখেই কবি হতে পারবে। আর তখনই কবির কবিত্ব সত্ত্বার জন্ম লাভে ধন‍্য হবে। অন‍্যথায় বিভ্রাট সৃষ্ঠিছাড়া আর কিছুই নয়।