একদিন এমনই এক শুভদিন ক্ষণে
আজিকের আমি জীবনের সন্ধিক্ষণে
বিধাতার একান্তই দয়াতে এসেছি
আলোক বর্তিকার হাতে এ"ধরায়।

কবি;
ক - কবিতা জগৎটাকে মিলন মেলায়
বি - বিকশিতের তরে ছড়িয়ে দিতে জ্ঞানালো।

জাকির;
জা - জানতে সেই জ্ঞানের প্রদীপের ন‍্যায়ে
কি - কিরণ ছড়িবে শোভা চরণের সুবার্তায়
র - রহিবে সেই প্রথিত আলো ঝলমল উষা।

হোসেন;
হো - হোসেনী ভাগ‍্য মিলায়ে সততার তরবারী
সে - সেই জন যার প্রতিভা জাগ্রত এ'ধরাতেরই
ন - নয়ন চাহনি যেন হয় সভ‍্যতা ভূমির সুউচ্চে।

বিপ্লব ;
বি - বিপ্লবী জীবনে কত সংগ্রাম সাথে সততায়
প্ল - প্লেটো দীক্ষা মননে নিচু শির উচুতে জাগায়ে
ব - বলতে হবে আমি কবি হবো সত্য-নিষ্ঠারই
     তরে একজন অনন্য বিশ্ব জয়ের মহামানব।

এর ;
এ - এ'হল এক অর্থ বোধকতার সারমর্মতা
র - রহে পরস্পরাতে ঐ'রুপ চেতনার দীক্ষা।

শুভ;  
শু - শুভেচ্ছা নিতে জানতে ঐ'রুপে নিজকে গড়ে
ভ - ভক্তিতে মন যেন রহে একমাত্র বিধাতাতে।

জন্মদিন;
জ - জানতে হবে সেই অনন‍্য শোভা শ্রুতির মনে
ন্ম - নম্রতায় ভরা ক্ষণজন্মের প্রকৃত মানুষ হব তাই
দি - দিন রাত সবই যেন হয় একান্তই কল‍্যাণকামী
ন - নুন‍্যতম স্বচ্ছ জ্ঞানের লেখনিতে কবির কাব‍্যই
     একদিন সমাজের প্রজন্মদের কল্যাণে আসবে
     সেই প্রেরণা জয়ে বিধাতা দেন কবির স্বার্থকতা।

**************************************
বাণী : সকল সন্তানকেই জন্মদিনের শুভেচ্ছা কোন আপন জনকে জানানোর প্রয়োজন আমি মনে করি না। যে মানুষ নিজেকে সৃষ্টি করতে পারে, সেই মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও উপহার সে নিজেই। তার মত খুঁশি আর কে হতে পারে?