কথার কথা; কথা শিখি
ভাষা জানি সকল।
একে অপর কইবো কথা
আপন জানা মনটি।


দেশের ভাষা বাংলা আমার
ভালোবাসী বাংলা।
বাংলা আমার মায়ের ভাষা
মা ডাকে মধুমাখা!


সূধা ছাড়াতে দেশ-জাতিরই
মানুষ মানবতা এক।
সভ‍্যতা ছড়ায় সর্বত্র অনন‍্যতা
আপন-পর সব এক।


কথা শিখি; কথার কথায়;
প্রকৃত কথা শিখে বলা।
ভাষা হল মাধূর্যতা আদর্শ
জেনে বুঝে শিখে সভ‍্য!


যোগ‍্য মনন মানুষ আর্দশ‍্য
সূত্র-জ্ঞান-ব‍্যাকারণ।
শব্দচরণ মূল‍্যবোধ তৈরির
শিখি ভাষা অমূল‍্য হ্নদ।
*********************
বাণী: চলমাল