আমরা মানবতার কথা বলি দেশ-বৈদেশ
কোথায় মানবতা জানি?
সরিষার মধ‍্যে ভূত থাকে এমন কথা সত‍্য
মানুষ যদি লম্পর্ট মানুষ।


দেখতে পাই তারাও মানবিক মানবতা মন
এ'ধরার বুকে চেতনাবোধ!
কোথায় স্বর্গ কোথায় নরক মানুষ জাতিতে
কে ভাল আর কে মন্দ বলি!


কোথায় গেলে পাবো প্রকৃতই মানবতা কথা
আমরা মানুষ মানবিক মন।
জীবন চলা পথ যদি নিজ হতে হারায়ে ফেলি
দিশেহারা অবধারিত সত‍্য।


চির সত‍্য একদম চির সত‍্য নেই কোন অসত‍্য
সেখানে দেখা মিলবে মানবতা।
যেখানে রইবো আমরা মানুষরা এক ও অভিন্ন
সুন্দর জীবন মান ভাবনা স্বর্গ।
***************************
বাণী: মানবতা মানে চলমান বিবিধ ধারার উপকথা মালার অসাধারণ মানবিক মন মানুষ নিয়ে সমবেদনা ও ভাবনা। আর সেখানেই মানবতা ভলে কথা। প্রকৃত মানবতা কোথায় মানুষ মানুষের মাঝে। তা খুঁজে পাওয়াটাই বড় দায়।