স্বপ্ন আকাশ ছুঁতে চাওয়া মন
আকাশখানা কেমন দেখবো!
একদম হাতের মুঠোয় করে
ভাবনা অলিক হলে স্বপ্নকথা।


জীবন চলার পথ শত বাঁধা
বিপত্তি সব উপেক্ষা সাগর!
একদিন হতে পারবো আমি
আমাকে আপন মুঠোয় দেখা।


নিজকে জানা কেমন মানুষ
বিধাতার দরবারে রয় দয়া!
সেই জীবন কামনা করেছি
অতিবাহিত জীবন চলা পথ।


করিনি কভূ অপর ক্ষতিতে
কখনো মনোনিবেশ এ'ধরা!
তবুও কি রক্ষা পেয়েছি শত্রু
হতে বিনা কারণ অধর্মদের?


কল‍্যাণী মন পেরেছি করেছি
পারিনি তবু ক্ষতি তো করিনি।
সকল অপরাধীদের অপরাধ
আকাশ চুম্বি বুক মধ‍্য জমা।।


পাহাড় সমান অপরাধ করে
চলছে ওরা; ওরাও ধার্মিক!
এই সমাজ বড় পিরাদায়ক
কাকে বলি কোন কথা শুনি!


সকল মানুষই শূন‍্য গোয়াল
পশু-পালন ধর্ম দেখা অধর্ম।
চলমান..