সুখ সুখ করে ভেবো না
কেঁদো না ওহে মানুষ!
সুখের আসা করতে যদি
করতে ভাল লেখাপড়া।


মানুষের মতন মানুষ হবে
থাকবে সুখে দুধ ভাতে।
পরিবার পাড়াপতি সকল
বিধাতার দয়া অনুশাসন।


শুভকামনা জানবে সকল
মুগ্ধতা ছড়াবে রেটিনা মন।
বিকশিত উদ্ভাস উদয়নের
আপন ভূবণ ছড়াবে প্রাণ।


অসাধারণ জীবন-যাপন
গাম্ভির্য হ্নদয় স্পন্দিতের।
এক অনন‍্য আলোকিতে
আলোক বর্তিকা শোভায়।


সেই সকল আত্মার স্বচ্ছতা
মানুষ পবিত্র কথা কর্মগুণ
দায়-দেনা-সুদ-মুক্ত-জীবন
অভিষাপ নেই কর্মফল মন।


অপর কল‍্যাণ নাও বা থাক
তোমা হতে অন‍্য কাহারো।
তাতে নেই কোন লাভ-ক্ষতি
সুন্দর স্বভাব চরিত্র মন-প্রাণ।


পরচর্চা পরধন পরক্ষতি নেই
মানুষ হিসাবে মানুষের থেকে।
সেই সকল মানুষেরাই জ্ঞানী
সুখী 'কত সুখী' সে জনেরাই।
******************
বাণী: চলমান,,