একজন মানুষের সারাটি জীবনে
একটিই স্বপ্ন সাধে ভরে মন রয় যে
কখন শিখবো আয়-রোজগার হবে
হাতে অর্থ-কড়ি ক্রয় করিবে একটি


ঠিকানা মাথা গোঁজার ঠাঁই বসতবাড়ি
সেই তরে করতে পারা যাবে পরিবার
নিয়ে পরিজন একটু আরাম-আয়েশে
সেই তরে এমনই একটি ডেভেলপার


কোম্পানীর অষ্টম তলা ভবনের একটি
বিল্ডিং এর দুইটি করে ইউনিট সর্বমোট
ষোলটি ইউনিট মিলায়ে বারটি ছোট-বড়
ফ্ল‍্যাট বারজন মেম্বারে ক্রয় করত: করে


আসছি বসবাস। ডেভেলপার কোম্পানী
কিছুটা অনিয়ম করে ঝামেলাতে বেশ বেগ
রেখে গেছেন বটে! তারপরও ফ্ল‍্যাট মালিক
অনেক শান্তি মনে করে বহি:প্রকাশ করেন


এই বিল্ডিং এ কোন ল‍্যান্ড ওনার্ নেই শুধুই
আমরা ফ্ল‍্যাট মালিক! এই বিল্ডিং টাতে একটু
আধটুকুন দোকান, গাড়ির গ‍্যারেজ এই সকল
অযাচিত অনিয়ম না করে গেলে তুলনা হতো


না এই ভবণের সাথে অন‍্য কোন ফ্ল‍্যাট মালিকের।
এই বিল্ডিং আমরা শুধুই ফ্ল‍্যাট মালিক; নেই কোন
ল‍্যান্ড মালিক! ল‍্যান্ড মালিক থাকলে নাকি করে
থাকে কতই যে অযাচিত নিয়ম-কানুন তাপেদারী


যা মেনে নিতে খুবই মন খারাপের পর্বে হয়' মন
চলাতে কি যে হয়ে থাকে হট্টোগোল ও নোংরামী
মনের  দাম্ভিকতার সমস্ত অহং এর কারণে চলে।
ঐ সেই ল‍্যান্ড ওনার নামক লোকটি যে যেখানে।


সেই তরে এই বিল্ডিং এ সত‍্যই নেই কোনই ল‍্যান্ড
ওনার্। ঐ মনে সকল ফ্ল‍্যাট মালিকেরা একত্রে
মিলে-মিশে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ
শেষে একেক করে যাওয়া হয় প্রত‍্যেকে একে


অপরের ফ্ল‍্যাটে ঈদ শুভেচ্ছা বিনিময়ে..
কি যে আনন্দ মনের মজার মজার গল্প
অতীত- বর্তমানের সেই তরে একনিষ্ঠ‍্যতায়
ভ্রমণ যাপনে অপূর্ব মনে নানান রকমের একেক


ফ্ল‍্যাটের একেক স্বাদের প্রীতি রসনা ভোজে
রয়ে মন ঈদ খুঁশির আনন্দে শেষ হয় ঈদ পর্ব।
একেক ফ্ল‍্যাটের খাবারে একেক আইটেমের
একেক রকমের টেষ্ট যা স্বচোখে না দেখলে


বোঝানো দায়! এই সুখ সংবাদ তারাই জানে
যে জন রয় অভিজ্ঞতাতে অপরুপের অনন‍্যায়
তাই তো সকলেই মহা-খুঁশিতে পরিবার নিয়ে
সকলের সহিত মিল-মিশে করে আসছে বসবাস।
সেই তরে এই বিল্ডিং এ নেই কোন ল‍্যান্ড ওনার।
পোহাতে হয় না তেমন কোনই বোঝা।
চলমান...