প্রবাদ আছে লোভে পাপ পাপে মৃত‍্যু
প্রকৃত পক্ষেই সদা চলা সত‍্য সকল।
জীবন চলার পথ কখনোই সহজ নয়
জীবন মানে অনেক কষ্ট অর্জিত মন!


ভেবে দেখো অযোগ‍্যরা কতটা সুখী
যেমন করেই পেয়েছো ধরে রাখো।
দিয়ে ধন পরীক্ষায় রাখেন বিধাতা
দেখি সঠিক পথ চলে কি অকৃতজ্ঞ?


সুযোগ পেয়েও সুখী হতে দ্বিধাদ্বন্দ
কোথায় সুখ সেই কথাটিই অজানা!
হায়'রে মানুষ অপদার্থ অসভ‍্য দল
মানবতা তৈরি শেখো পরধন ত‍্যাগ!


রহস‍্য আবৃত্ত অসাধারণ জীবন চক্র
যা না তাই তারপরও অনেক পেলে।
এরপরও সন্তোষ্ট নয় কেন'রে মন‍ুষ‍্য?
কোন নেশা কিসের আশা করিস দ্বন্দ?


সত‍্য যে বের হবে আজ আর কাল!
শুধু অপেক্ষা মাত্র অপরাধ ক্ষমা নয়'
বিধাতা কখনোই করবেন কি ক্ষমা?
সময় বলে কথা রয় এ'ধরার বুকটি।


অপরাধ করে এ'দুনিয়ার কেউ ক্ষমা
পায়'নি ছোট আর বড় যতটাই হোক!
ঐ'মন অনুপ্রেরণা হয়কি সাধন মুগ্ধতা?
লোভ লালসা ভাল কথা চাওয়া নয়।


ভবিষ‍্যৎ কখনো হয় না লোভ লোকরা
পরিবার পরিজন পায় না সম্মান ঠাঁই।
সমাজ যেন একমুক্ত বিহঙ্গ উড়ালেরা
দূর্ষণ জীবন গন্ধ ভোগ পরিবার সবাই।


সেই সকল মানুষ জীবন তারা কখনো
হতে পারে কি সুখী সুখ জীবন চেতনা?
লোভ করবে মানুষ হয়ে মানুষ সকল
প্রকৃত লোভ অর্জন করতে দীক্ষা শিক্ষা!


সেই লোভ দেখা দেয় জীবন গড়া স্বপ্ন
অনৈতিক অসভ‍্যতা খুঁন খারাপী বিবাদ!
জরিমানা জেল হাজতবাস অভিষপ্তেরা
লোভ ছাড় সুন্দর কর্ম জীবন গড় স্বর্গ।
**********************
বাণী: লোভ মানে ধ্বংস। মানবতায় লোভ আছে বলেই মানুষ কর্মঠ হতে পারে সুন্দর জীবন প্রত‍্যাশায়। আবার কেউ আছে সমাজ তটে বিনাশ্রম লোভ আরাম আয়েশ খুঁজে বেঁহুশ। সেই সকল লোকেরাই অপদার্থ পরনির্ভরশীল। অপরাধ জগৎ তাদের দ্বারাই সৃষ্টি হয়ে থাকে। সেই লোভী মন মানুষেরাই সমাজের বোঝা ও বড় ধরণ অন্তরায়।