সত‍্যই ভাবতে অবাক লাগে
এ' কেমন মন!
কোন এক ঝামেলা যেন তাড়া
জননী বলে কথা!


হঠাৎ করেই বাবা কেমন আছ?
মায়াবী কন্ঠে দরদে!
সুভাষ ছড়ানো সুঘ্রাণ আত্মবোধ
মূল‍্যায়ন মর্মার্থ হ্নদ!


কি যে সুমধুর চেতনা মা কথাতে
বেশ তো তাই।
প্রাণ মাঝে অণুসূচনা মা যেন রয়
আমার আত্মা মর্ম।


মাগো মা; মা যে অনুপ্রেরণা সর্ব
বিধাতার দয়া পূর্ণ।
সকল চাওয়া ও পাওয়া হয় কিসে
পূরণ কে বলবে?


যতই মানুষ হোক না বড় সন্তানে
মা জননীতে কখন!
হয় বড়; কে বলতে পারে এ'ধরা
সবই যেন মায়েরই।


অধিকার পথচলার দিক নির্দেশিকা
অতুলনীয় বিস্ময় কর!
সকল সুখ ঠিকানা দান রয় সন্তানে
এমন দ্বিতীয় অতুলনীয়।
***********************
বাণী: মা পাগল হলেও সন্তানের জন‍্যে মা'ই। ঐ'মায়ের তুলনা হয় না দ্বিতীয় কেউ। তাই সন্তান হিসাবে মায়ের মর্যাদা দেওয়া অপরিহার্য।