সকল মমতাময়ী মায়েদের প্রতি
আজিকের এই দিনটিতে জানাই
শতশত হাজার হাজার কোটি কোটি
সালাম শ্রদ্ধ‍্যা ভরা মন অভিনন্দন।


আজ মা দিবস; আজিকের দিনটি
অনন‍্য শোভা ছড়ানো স্মৃতিচারণ!
অসাধারণ এক দীপ্তমান মুগ্ধতায়
স্মরণ করছি সকল মায়েদের প্রতি!


অনেক অনেক ভালো লাগা হ্নদয়
শুভ সূচনা ভরা চমৎকার বিদ‍্যতা।
মা জননীরা সভ‍্যতা বিকাশ-বিলাপ
এমনই সুন্দর জগৎ সংসার গঠন।


মায়া ভরা উদরচেতা হাজার মায়া
এক চন্দ্রালোক সূর্যালোক উজ্জ্বল
নক্ষত্র চন্দ্রিমা জোনাকি সর্বালোক
দিবানিশি সর্বত্র আলো ছড়ায় মা!


সকল সন্তান মন মাঝে শুভকামনা
এমন পৃথিবীর বুকটিতে এনে দেন'
শিশু সন্তান যেন পিতা-মাতা প্রিয়
আপন ভূবন গড়া পরিবার শোভা।


মা যেন এক আস্থার ফসল সর্বত্র
সেই শোভায় শোভিত সন্তানেরাই
পদচারণায় মুখোরিত করে মুগ্ধ
হয়ে থাকে পিতা-মাসহ পরিবার।


মা যেন এক আদর্শ ডাক নামটির
প্রতিটি সন্তান মুখে শোভা ছড়ানো
জন্ম থেকে জন্মান্তর মায়া আছান
১৪'মে'২০২৩ইং তারিখ পালনীয়
এক অনবদ‍্য অবিচল মা দিবসটি।
********************
বাণী: মায়ের মতন আপন কেউ নেই এই দুনিয়াতে কথাটি চির সত‍্য। এমন সত‍্য হয় কি তুলনা অন‍্য কোন হাজার রথী স্বর্ণের সহিত? না মায়ের তুলনা হয় না কোন সম্পদের সাথে। তাই যদি হতো তা হলে তো মাও ঝুঁড়িতে ঝুঁড়িতে বিক্রি হতো পথে ঘাটে। মা তো মা'ই এমন ডাকনাম এক অন‍্ন‍্য অতুলনীয় জাতি সত্ত্বা। যার নাম মা! সত‍্যই মায়ের পায়ের তলে একজন প্রকৃত মা ও সন্তানের বেহেস্ত। এমন দিবসটি পালন সাধুবাদ পাওয়ার অধিকার সংরক্ষণ করে সর্বোস্তরের লোকেরাই। যা মা মমতাময়ী মায়ের প্রতি শ্রদ্ধ‍্যাশীল।