মা! তুমি তো রও এক অনন‍্য মনের
মা! তোমাকে নিয়ে গর্ব করতে নেই
মা! নেই তো মানা তোমাতে'
মা! তুমিই আমার অহংকার।


মা! তাতে নেই তো কোনই সন্দেহা
মা! তুমি যে আমার জীবন রচনার
মা! শুরু ও শেষ অব্দেরই অনন‍্যা।
মা! আমি কোন কষ্টের কথা বললে


মা! কোন সমস‍্যার কথা জানালে
মা! তুমি একনিষ্ঠাতেই বলে থাকো
মা! তুমি একটি কথা সব সময়ই
মা! তোমাকে ঐ' আল্লাহই দেখবে।


মা! ঐ'সময়ে ঐ'কথাটিতে মনেরই
মা! অজান্তে খারাপ লাগা থাকলেও
মা! সত‍্যই এক সময়ে সময়ের ব‍্যবধানে
মা! দেখতে পেলাম আল্লাহই দিচ্ছেন।


মা! তোমারই কথা সত‍্য হচ্ছে আজ!
মা! তোমারই দোয়াতে হয়তো আজ
মা! আমারই জীবনে সফলতার এই
মা! দ্বারেরই উচ্ছাসিতেরই দীপ্তমান।
===***===
===***===
বাণী: যে সকল সন্তানেরা মা-বাবার আদেশ-উপদেশ মেনে জীবনের সঠিক গতির ঠিকানা তৈরিতে উচ্চতার শিখরে পৌঁচ্ছানোর প্রচেষ্টা অব‍্যাহত রাখে। সেই সকল সন্তানেরা কখনও বিপথগামী হয় না। এক সময়ে সফলতা পেয়ে সুন্দর জীবন-যাপন করে থাকে।