মা! সেই এক আস্থার সন্তানেরই
মা! যে নিত‍্য দিনের চঞ্চলাতেরই
মা! যে কতটাই নির্ভরতা সন্তানের
মা! সেই মনে কত যে কষ্ট লুকায়ে!


মা! হাসি ফুঁটাতে চায় সন্তানের
মা! সেই যে দীপ্তমানের অবিচল
মা! মনেরই মাঝে শুধুই চেতনায়
মা! রহেন সন্তানের সুখেরই মনে।


মা! তখনই সুখ করেন অনুভব'
মা! ঐ'মনে আছান পেয়ে থাকেন
মা! যখন তাঁরই চোখের সামনেই
মা! সন্তানেরই সফলতা দেখেন।


মা! কি যে খুঁশি হন! তা বলাতে'
মা! হন প্রাণের ফুঁরফুঁরা মনেরই
মা! আহলাদে একজনা সেই মনে।
মা! ঐ'সময়টিতে সোনা মুখেরই


মা! কি যে দিক-বে-দিকের মনের
মা! খোলা জানালার মুগ্ধকর হাসি
মা! হেসেই আঁটখানা যা সন্তানের
মা! চেয়েও যেন নিজেই বেশী খুঁশি।
===***===
===***===
বাণী: একটি সন্তানের ভাল সফলতাতে সন্তান কতটা খুঁশি হন তা আমার জানা নাই। কিন্তু মা হাজার গুণবেশী সফলতা পেয়ে খুঁশিতে আত্ম:হারার উপক্রম হন।।