পৌঁষের পরশে আম বাগিচাতে
                গাছেরই ডালে সাঁজ থোঁকায়
থোঁকায় কতই যে আসে মুকুর
               এই তো বুঝি ধরবে আম
মাঘেতে সেই আমের'ই গুঁটি।
               ভরা পোঁয়াতি গাছেরই শাঁখে
শাঁখে ঐ থোঁকায় থোঁকায়
               ভারী বাঁহারী কাঁচা-পাঁকা
ফলে'তে হয় যে সমাহার।

পৌঁষে কুশি; মাঘে গুঁটি;
                ফাল্গুনে আঁঠী; চৈত্রে তে ঐ'
কাঁটি-কুঁটি; বৈশাখেতেই নিতে
                দুধেরই বাঁটি! চল যাই ঐ'
যে মোদের মামা বাড়ি। মামী
                দিবে খেতে দুধ ভাত সাথেই
সুমিষ্ঠ-পাঁকা-আম-ভারী-সেই
                মনেরই খুঁশিতে মামীর হাতেই
খাবো তাই এলাম মামা-বাড়ীতে।

খাই-দাই; ঘুড়ি-ফিরি; করি না
                   চিন্তা পড়া-লেখার আজ যে'
এসেছি তাই তো মামা বাড়ী!
                   সত‍্যই ভারী মজা মামা বাড়ি
বেড়ানোর মহা সেই সুখটিরই
                   অনুভবের তুলনা কি হতেই
পারে আর এ'ধরাতে অন‍্যে?

এতো আনন্দ মামা বাড়িতে নানা
                   নানীরই স্নেহ! খালা মনিদের
ভালোবাসায় রহে যে ভরপুর।
                   সুখ বলে কথা হয় কি তুলনা
এ'জগতে' মামা বাড়ির হতে।
                   সেই আম বাগানেরই গাছের শাখায়
বসে কোকিলেরই সুমিষ্ট কুহু
                    ডাকের হয় কি তুলনা মামা
বাড়ির মত সুখেরই আনন্দাবাসনের।।
===***===
===***===
বাণী: সত‍্যই মামা বাড়ি মানে এক অনন‍্য অনুভূতি। মামা বাড়ি বলতে আমরা সকলেই এক অভিন্ন। মামাদের কোন আলাদা রং নেই। মামা-খালা; নানী-নানা; মামাতো-ভাই-বোন সকলেই যেন এক একটি আপন ফুটন্ত একই ছত্রে অঙ্কিত আপনত্ব মমতাময়ের পরম শান্তির মামা বাড়ির সুখ নীঁড়। যা কখন ও হয় না তুলনা অন‍্যের।