মামা!
মা মায়ের ভাই মামা
বাবা মাকে করে ছিলেন শুভ বিবাহ
সেই সুবাদে মায়ের ভাই হন মামা
পিতার হন বেশতো শ‍্যালক।

মামা কথাটি অতি মধুময়ের
মামা ডাকে যেন কত মায়া ভরা
যতই থাকুক অপর নামে
হয় কি তুলনা মামার চেয়ে?

আপন ভূবন এক অনন‍্য জগত
এমন নাম ডাক নিঃস্বার্থক মামা
শান্তির নীড় ঠিকানা নিরাপদ আশ্রয়
কত কথা কত স্বপ্ন আঁকা মামা অভয়ে।

বোনের সন্তান যেন নিজ সন্তান
সেই চেতনা মন প্রাণ হয় মনুষ‍্যত্ব ভাগ্নে
সমস্ত আত্মার আত্মীয় ধীরতা পায়
এক অসাধারণ মহত্ত্বের টান হ্নদয়।

এতো স্নেহ মমতা ভালোবাসা সেরা
আসে না কোন কারো নিকট হতে
মায়ের ভাই যা পাওয়া যায় মামা থেকে
সবুজ মন সবুজ জগত সুন্দর শ‍্যামল।

হাজার ফুলের মাঝে একটিই সুবাস
সেইটি হল মামা নাম সুগন্ধি সৌরভ
কল্প রাজ‍্যের অসাধারণ এ'ডাক মামা
যার তুলনা হয় কি কোন কাল রং তুলি?

এক অবিছেদ‍্য অতুলনীয় অপূর্বতার
শুভকামনা শুভ সূচনা শুভক্ষণ শুভ্রতা
চাঁদ দেখা আলো শোভা পাওয়া হাত
মামা চন্দ্র সূর্য তারা ঐ'দেখা আনন্দ।

আ-হা-এ-ম-ন-উ-দ্ভা-সি-ত-সু-উ-চ্চ
ম-নে-র-ব-ড়-প-বি-ত্র-মা-নু-ষ-হ-য়
কি-আ-র-এ-ই-জ-গ-ত-স-ং-সা-রে
নেই তুলনা মহা মানবতা অনুভবতার
মামা নাম ইতিহাস স্বীকৃত এ'আপনত্ব।
*************************
বাণী: মামা নাম হল নিরাপদ আশ্রয় কেন্দ্র। যে নামটির তুলনা হয় না কোন জনম অন‍্য কোন মানুষের সাথে। সেই একমাত্র নাম হল মামা ডাক শব্দ আপনত্ব। সন্তানদের একমাত্র নির্ভর নিরাপদ জায়গা হল মামা বাড়ি। মামার সকল নিরাপদ আবাস স্থল হয় ভাগ্নে-ভাগ্নিদের আবাস স্থল।