মানব জীবন এমনই একটি জীবন
একটি মানব শিশুর মাতৃগর্ভে স্বর্গতা'
সেই থেকে ধীরে চেতনা সময় রহে
কথা, কখন আসবে সেই ঠিকানায়।


যখন মানব শিশু ভূমিষ্ঠ হতে প্রথম
একটি মায়াশব্দ ভেসে আসে উয়াও!
হুংগা উয়াও হুংগা অপূর্ব শব্দবেশে
সেই প্রেরণা মায়া ভরা মমতা মাতা।


সন্তান প্রসবে কত কষ্ট মাতৃগর্ভা হ্নদে!
বাস্তবতা সেই মাতা পায় সুখ ঐ'উয়াও
শব্দ মায়া ভরা মর্মতা প্রেরণায় বাস্তবে;
ঐ'শিশু সন্তানেরা ভরসা পিতা-মাতায়।


কতটা স্নেহ মায়ামমতা পেয়ে বড় হতেই
সহায়ক হয় মানব শিশুর জীবন গড়তে।
আপন ভূবণ জাগ্রত শুভ সূচনা নিরাপদ
বাসস্থান-খাদ‍্য-বস্ত্র-চিকিৎসা-শিক্ষা-ব্রত'


এই সমস্ত নিরাপদ মৌলিক অধিকার রহে!
পৃথিবীতে একমাত্র মানব শিশুই বেড়ে ওঠে
সুন্দর নিরাপদ আশ্রয় অবনীলা অভয়প্রেত
পৃথিবীর বুকে নেই অন‍্য কোন প্রাণিতে সুখ।


তারপরও মানব শিশুর বড় হয়ে কেন কষ্ট?
আমার বোধগম‍্য নহে, এমন হয় কেন সেই'
মানুষ নামক কল্প-রাজ‍্যের চলমান ধারায়।
নিষ্পাপ শিশু কিশোর কৈশোর যুবক-যুবতী।


এতো ভালোবাসাতে জীবন গড়া মাটিতে
দেয়নি বসতে পিঁপীলিকায় ধরবে, বৃষ্টিতে
ভিজতে দেয়নি রোগ হবে, খুঁধা-কষ্ট যেন
জীবন তটে না আসে মানব জীবন নামে।


এমন করেই মানুষ আমাদের জীবন গড়া
সেই জীবনে কেন কর্মঠ না হয়ে আসে কষ্ট'
জীবন নামক চলমানে হতাশা বিরহ অভাব?
সকল কর্মই বিফলতায় সুফলতা অমূলক।
*************************
বাণী: চলমান