জোয়ার যখন ভাটিতে মন
মানব তখন আনমনা চরণ।
তেমন করেই জাগে প্রাণটি
স্বপ্ন ছড়ার পথে বিঘ্নতার।


ঐ'হৃদয় মাঝে ছোট ছোট
স্পন্দন কত কথা না বলে।
এমন একটি সময় আসে
জোয়ার ভাটা পার্থক্য ঘটে।


নদীর যেমন জোয়ার আসে
মানব জীবন তেমনই ঘটে।
প্রেম ভালোবাসা স্বপ্ন ভরা
যৌবন-যৌবনা; যুগলেরা।


এমন একটি সময় বোধ
শুধুই দেখতে পায় রঙ্গিন।
আলাপ চরণ এক অপরে
জাগৎ খানা দীপ্তমান রুপ।


হাজার হাজার শত এ'ধরা
কোটি কোটি চেতনা ধ্যান।
পায়কি কখনও যৌবন ধন?
সেই জীবনই কাম্য প্রকৃত।


যে'জীবন কামনা রয় বাসনা
জাগবে বলে জাগ্রত প্রেচষ্টা।
সঠিক অনুধাবন আর কর্মে
আলোর দেখা পায় মানুষ।


আনমোনা অগোছানো মনুষ্য
হতে পারা যায় কি মানুষ?
না না না জোয়ার ভাটারই
তারণ্য সৃষ্ঠি জাগায় উচুমন।


প্রেম জোয়ার; যৌবন ভাবনা;
কর্ম জোয়ার; সুখী চেতনা!
জীবন গড়ার কারীগড় সম
সেই তারাই হারায় সফলতা।
××××××××××××××
বাণী: টাকা যেমন থাকলে মানুষ নামক জীব জানোয়ােরেরা অনিয়ম-তান্ত্রিক বেহিসেবী চাহিদা জাগ্রত করে অপদার্থ বনে অন্ধকারে নিমজ্জিত হতে থাকে। সেই ভাবনাময় যৌবন-জোয়ারও অনুরুপে সময় বুঝে উপযুক্ত জায়গায় ব্যবহার করতে না জানলে আজীবন মানব জীবনটিতে অভিশপ্ত যাপন ন্যায় পস্তাইতে হয়।