আমরা সারা বিশ্বের সকলেই জানি
জানতে পেরেছি ভয়াবহ বন্যাকে।।
সুনামগঞ্জ, সিলেট, ভৈরব, আশুগঞ্জ,
কুঁড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী,
গাইবান্ধা, ফরিদপুর-সিরাজগঞ্জ-বগুড়া-
রংপুর-জামালপুরের বেশ কিছু অংশ...

আরো অনেক নাম না জানা প্লাবিত
প্রতন্ত্র এলাকা ও এলাকার মানুষের'
অর্থনৈতিক, সামাজিক, ঘর-বাড়ির
অবস্থা-ছন্ন-ছাড়া-হত-দরিদ্র-হীন।

মানবতার কাজে আসুন এগিয়ে যাই
আসুন সকল কবি সাহিত্যিক রম্যের'
রসিক মহতী মহা-রতি অর্থ-বিত্তবান
মহান সেবা নামক মানবতার সুহৃদয়।

আমরা এই বাংলা কবিতার আসরে
মহান সুষ্টিকর্তার উত্তম সৃষ্টির মানুষ!
আমরা বিধাতার দয়ায় দু'চার লাইন
কলমের আঁচড়ে যাই লেখি কবিতা।

ইনশাল্লাহ্ কম-বেশি প্রকাশে সহায়ক
বিধাতা একমাত্র তারই দয়া ও ভরসা।
সৃষ্টিকর্তার সাহায্য ছাড়া আমরা মানুষ
মানব-জীবন-যাপন-দায়-একান্ত ভার।

আসুন আমরা এগিয়ে যাই দু'টি হাত
বাড়ায়ে এক অনন্য শোভাভরা মাধূর্যে'
মহান মানবতা সেবাই যে যাই পারি
দু'চার টাকা করে দিয়ে স্বাক্ষর রাখি..

বাংলা কবিতার আসর কবি গুণিজন।
সেই অর্থে অর্থ তুলতে আমরা বাংলা
কবিতার আসরে নিরপেক্ষ একটি তিন
সদস্য বিশিষ্ট্য কমিটির মাধ্যমে সংগ্রহ।

পূর্বক বানভাসী বন্যার্তদের সাহায্যে
আসুন এগিয়ে' আসুন সকল কবিগণ।
চলুন যাই সিলেট সুনামগঞ্জ ক্ষতিগ্রস্ত
বন্যার্তদের পাশে একটু সহায়তা সেবা।
××××××××××××××××××
বাণী: একের বোঝা, দশের লাঠি। সময় এমন হয় দশের কষ্ট, দশে মিলে করলে তবেই জয়।
                ................................................................
নোট: বাংলা কবিতার আসরের কবিগণের সারা পেলে, বাংলাদেশ, ভারত ও অন্যান্য দেশে কর্মরত সকল বাংলা-ভাষা-ভাসীর সম্মানিত এডমিনগণ, বাংলাদেশের শ্রদ্ধেয় কবি, কবির হুমায়ূন (বড় ভাই), কবি মোহাম্মদ মোজাম্মেল ভাই, কবি মনিরুজ্জামান (বড় ভাইসহ) অনেকেই হতে পারি। একটি নমিনেটেড বিকাশ নাম্বারের মাধ্যমে টাকা সংগ্রহ করত: বাংলা কবিতার ব্যানারে সাহায্য পৌঁচ্ছানোর ব্যবস্থা করা যেতে পারে। বিষয়টি বানভাসী বন্যার্তদের কষ্টের জীবনের কথাটি সুবিবেচনা সাহায্য করার জন্যে আবেদন রাখছি।

কবিতাটি উৎসর্গিত; সকল দেশের বানভাসী বন্যার্তদের কষ্ট লাঘবে সহায়তায় সামান্যতম উপকারে আসতে পারলেও নিজেকে স্বার্থক মনে করবো। সেই প্রেক্ষাপটে, আমি আমার লেখা এই কবিতাটিসহ গত জুন মাসের বেতনের এক চতুর্থাংশ হতে পবিত্র ঈদের পরিবার-বারিক খুঁশির আনন্দের সহিত বন্যায় বানভাসীদের সাথে ঈদ আনন্দ ভাগ করে নেওয়ার জন্যে মহান আল্লাহর অশেষ রহমতে মানবতার সেবায় উৎসর্গিত হতে মনস্থির করণার্থে আল্লাহর দরবারে লাখ শুকুরিয়া। আমিন।।