কথাটি শোন এ'দেশেরই সন্তানেরা
                     শোন সকলে মনটি হতেই,
অলসতা জীবন চলায় প্রাণটিতে
                     গরীবানা করবে ভর মনটি।
যখনই বয়স তোমার বছর বার'
                     ভাল-মন্দ বুঝতে পারছো বেশ!
পড়া-লেখা করবে মনোযোগে ভাল
                     সাথে ধর্ম-কর্মে থাকবে মন।
পিতা-মাতা মহব্বত কুলে মর্মতায়
                    জাগাবে মনটি প্রাণ সুউচ্চ মনন।
তবেই মানব সন্তান পারবে
                    প্রকৃতই এক অনন্য জাতির।
ছোট্ট বেলাতেই গড়বে দীক্ষামন
                    সেই মনটিতেই থাকবে কর্ম-ধর্ম!
অভ্যাসের হবে দাসী-দাস সেরার
                    দেখবে ভবিষ্যৎ জীবন গড়তে
দেখা পাবে সত্যেরই সফলতা।
                    সেই জীবনটিই ঊষা স্বপ্নজীবন
মানব নামক পবিত্রতায় ভরপুর।
                    সেই জীবনে ব্যতিক্রমে অবহেলা
আসবে অবধারিত অভিশপ্ত জীবন।
                    কষ্টের পর কষ্টদেখা ভূগবে জীবন
মিটবে না আর কোন কালে!
                    পুড়ালে কপাল জুড়ালাগে না
সেই কথাটিই সত্যের সত্যবটে।
                    তাইতো বলি মানুষ গরীব!
এই কথাটি সেই সন্তানদেরই
                     কর্ম ফল অলসতাতেরই জীবনে।
@@@@@@@@@@@@@
বাণী: মানব জীবনে সফলতায় সময় নিষ্ঠা, চরিত্রবান, সত্য পথের পথিকের তরে কর্তব্য পরায়ন সঠিক দীক্ষার্থে আদর্শতায় লক্ষে পৌঁচ্ছানোর পূর্ব পর্যন্ত প্রচেষ্টা অব্যাহত রাখায় সেই লক্ষ্যের যতটুক অর্জিত হয়। সেই মানুষের সেই অর্জনই সঠিক ও প্রকৃত অর্জন।