মানুষ হওয়া কি সহজ
এ'ধরার বুকটিতে !
লোভ-লালসা নয় যারা
সেই তারা মনুষ‍্য।


মানুষ হওয়া সহজ নয়
সত‍্যই নয় সহজ।
প্রকৃত মানুষ সেই তারা
এমন তারা কোথা?


দীপ্তমান জীবন পেতে মন
গড়তে পারা জানতে।
শুভ সূচনা অভিপ্রেত প্রাণ
ঊষার আলো জ্বালবে।


ঐ' আলোয় আলোকিত মন
বিধাতার দয়া মাত্রই!
সততা কর্তব‍্য নিষ্ঠা ধীরতা
আদর্শ নীতি নৈতিকতা!


নিয়ম-কানুন-আইন-মান‍্যে
ভাবনাটি থাকবে উন্নত।
শিক্ষা-দীক্ষা-ধর্ম-কর্ম-আদর্শ
জ্ঞানী এক অসাধারণ।


দেশের তরে জাগবে জনতায়
স্বাক্ষর রাখতে জানতে।
মানবতা মনের মানুষ সমাজ
পাবে উন্নত প্রদীপালো।


জীবন প্রদীপ আলোয় সাঁজা
পূর্ণতায় শূন‍্য পূরণেরা;
যখন মানুষ আশায় বুকবাঁধে
তারা সুখী 'আশা পূরণরা।


মানুষ হওয়াটা সহজ নয়!
এ'জগতে কে আছে..
একনিষ্ঠ মানুষ আমি যাবো
সানিধ‍্য লাভ ধন‍্যতা!
*****************
বাণী: দেশ সেই সকল লোকদের খুঁজতে থাকে। সুশিক্ষা ও দেশপ্রেমিককে। দেশাত্মবোধক চেতনা চৌকস দীপ্তমান সাহসী বীরগাঁথা মহান মানুষেরাই শ্রেষ্ঠ‍্য দেশ প্রেমিক নর-নারী। যেমন পরিবারকে বোঝে ও ভালোবাসে। তেমনটি দেশের প্রতিও প্রেম অবধারিত। অমন মনের মানুষেরাই প্রকৃত মানুষ।