আমি একটি কথা জানি; সেই কথাটি বলছি;
আমি আমাকে চিনি-জানি; তাই বলতে চাই।
জীবনটি চলার পথে করি নাই কোন অন‍্যায়
শিশুকাল হতে কিশোর কৈশোর বয়ঃসন্ধিও।


ছাত্র-জীবন-কর্মময়-জীবন-অর্থার্জন-সবই
করে আসছি কঠোর পরিশ্রম সততা ন‍্যায়ে।
নিজে কি পেয়েছি, কেউ সহযোগিতা করে
ছিল কি না? সেটা নহে বিষয়! নিজে কি?


সেইটা মাথায় রেখে এগিয়ে চলছি অজানা
অদৃশ‍্য সৌভাগ‍্য রচনা পথে বিধাতা ভরসা!
তিনিই একমাত্র সৃষ্টিকর্তা এহকাল-পরকাল
মালিক আসা-যাওয়া তাঁর মাধ‍্যম মাঝপথ..


যে ক'টি দিন সময় বলে কথা মানব জীবন
করতে অতিবাহিত সবই যেন তাঁর দয়ায়।
সেই অনুপ্রেরণা মাথায় নিয়ে চলছি এ'ধরা
কত মানুষকে করছি উপকার এ'হাত দ্বারা।


কই'রে ভাই-বোন মানুষ সকল এ'দুনিয়ার
লোভ-লালসা মনটি নিয়ে ভেড়ে নিকটে।
এটা-সেটা-খোঁশ-গল্প-কয়-কথা-অনৈতিক
দিলে সাঁই বেশ ভাল! হিতে সঠিক বলায়;


আমি ভালো না সকল তরে বদনাম সবে
কে করেছেন জানেন; যারাই নেয় সুবিধা
সেই না তারা করছে গিবৎ রটনা সর্বোত্রে
ঐ'দিকে লেবাজ শরীর পোশাক আলখাল্লা।


চাল-চলন বেশ-ভূষাতে দেখতে মর্যাদার
এ কেমন জীবন মুখোশ পরিহিত উলনচন্ডি।
আল্লাহর বান্দা নাম জবে সব করছে শেষ
এই মানুষ প্রকৃত মানুষ হবে বেহেস্তবাসীর?
**************************
প্রকাশ থাকে যে, ধারা বাহিক লেখনিতে ২য় পর্ব পাঠের অপেক্ষায় অনুরোধ করছি। পাঠক সুবিধার্থে আট লাইন করে ছোটাকারে প্রকাশে আল্লাহর যেন সহায় হন। আমিন।
***************************
বাণী: মানুষ তো তখনি সভ‍্যতার বিকাশ লাভ করে থাকে। যখন ঐ'সকল মানুষেরা জীবন যুদ্ধে বিজয়ী হতে সততার সহিত কঠোর পরিশ্রম দ্বারা আল্লাহর উপর ভরসা করে সত‍্য-নিষ্ঠার জীবন-যাপনসহ পরিবার পরিজনে ভাল থাকার প্রচেষ্টা অব‍্যাহত রাখে। তখনই ঐ'সকল মানুষেরা সভ‍্যতা লাভে ধন‍্য হতে পারবে। অন‍্যথায় নয়।