জীবন চলার পথে কত মানুষ দেখা সাক্ষাৎ
কত আপন করে জেনেছি।
কত কাজ করে দিয়েছি প্রতিদান গ্রহণ নয়
তারপরও যেন স্বার্থ শেষ নেই।

আপন পর পরিবার পরিজন কর্মস্থল বন্ধুত্বে
ভাল কথা উপদেশ সৎ জীবন।
চলরে ভাই-বোন সদা সর্বত্র জীবন যাপনমন
শোনেন বললে বলে ঠিক আছে।

সঠিক বলেছিস তুই ঠিক আল্লাহ্ তোরে দিক
সঠিক পথচলার তৌফিক সদা।
মানে কি বুঝলেন আমাকেই ভাল হতে বললেন
ওরা হবে না ভাল সেইআভাস!

ওরা সুবিধাবাদী যেমনটি আছে তেমনই থাকবে
স্বভাব পরিবর্তন হবে না শিষ্ঠাচার।
মুখে মিষ্টি হাসি কথায় রসে ভরা ঐ’দিকে সেরা
এক ভীষণ শ্রেণির বদমাহিশ ভরা।

নামাজ কালাম আদায় করতে দেখি তবু অপর
জমিন সীমানা রাখে না ঠিকানা ঠিক।
ঐ’নামাজ কিআল্লাহ্ কবুল করেন বোধগম‍্য নই
ভাবনা আমায় হতবাক চিন্তা মনটি।

কোথায় মানুষ শিক্ষিত ভাল মানুষ কে রয় এ’ধরা
মুখে বলে আল্লাহর নাম ভক্তি সেরা।
প্রকৃত পক্ষে কাজে কর্মে দেখা ছাঁই মানুষ ফাঁকীর
মন্ত্র পড়ে লোক দেখানো শ্লোকবুলি!

মানুষ কে আছে ধরণী বসবাস ভাবনা জোয়ারে
বন‍্যার মৌসুম যেমন নদীর খরস্রোত!
বহে আপন গতিতে কারো কষ্ট দেয় কাউকে দেয়
বিনোদন। তেমনি মানুষও অমনুষ‍্যত্ব।

মানুষ চেনা বড়ই দ্বায় এ’ধরণী সভ‍্যতা প্রকাশ‍্যে
তাই তোব বলি মানুষ।তে হয় অনন‍্য।
ধর্মীয় সুশিক্ষা জ্ঞান লব্দ রচনা এমন দীঘি জয়
মানুষ সুজ্ঞান অপূর্ব ভাবনা কে মানুষ?