প্রশ্ন আমায় বিতারিত করে কি কর্মমনটি
এই জগৎ খানাতে চলছি-করছি কেমন?
কোথায় মানুষ স্বর্গ পাবে; কিসের নেশায়
মানুষ মানুষকেই অপবাদ দিয়ে খুঁজিস্বর্গ?


জীবে দয়া করে যেই জন সেই জনাই সে
বিশেষস্বর। দয়া যদি হয় হিতে বিপরীত
মানুষ হবে কেমনে মানুষ মানুষে হিতকর?
মানুষ হয় যদি মুনাফেক বিধাতা খুঁশি কি?


ঐ'ধর্ম নিয়ে কামড়া-কামড়ি হায়রে মানুষ
নেশা চূড়া অলক্ষণ দিশেহারা সর্বনাশারা।
প্রশ্ন কোন মানুষ কি হতে পারে অপরাধে'
জগৎ ভারীতে কল‍্যাণকামী এই জগতেই?


কেউ কি আছেন বলতে পারবেন আছেন
অমক লোক অমক জায়গাতে আছে ভাল?
করে অপকর্ম চলছে বেশ পরিবার-পরিজন
সমেত সুন্দর বিলাপ জীবনময় প্রকৃতই না।


এমন করেই আগে পরে মানুষ নাম লুকিত
আজ ভাল কাল মন্দ এই তো বেশ আছি!
চলেযাচ্ছে জীবনটি ঐ'রকম কথা-বার্তা চল
মানুষ মনুষ‍্যত্ব বিবেক-সুবিবেক পশুমন চল।


ঐ'মনেই স্বর্গ খুঁজি; ঐ'মনে নরক কর্মফল
ভাল কর্মে ফলবান; ধৈর্য ধারণ অশৈর্য‍্যতা।
কষ্টসাধ‍্য শ্রম মেধা বিলাপ জীবন সুন্দরমান
কষ্টের সুফল তেতো হলেও ফেলে ক'জনা?


আসল কথা ঐ'তেতো ফলই দেয় তৃপ্তি মন
আস্তা জাগে খাইনি বিষ সহজ আহোরণ মন।
জীবন আমায় ধন‍্য হবে বিধাতায় দয়া প্রাপ্তি
সেই সকল মানুষেরা চেনেন প্রকৃত কর্মফল।


অজানা পথে সফলতা কেন চেতনা বিলাপ
একটু ভেবে দেখো যারাই করেছে ঐ'রকম!
দেখো তাদের জীবন মান আজ আছে কাল
নেই। পরিবার-পরিজন ভেজাল চল ভাবনা।
****************************
প্রকাশ থাকে যে, প্রিয়ষসকল সম্মানিত পাঠক-পাঠিকাগণ ধারা বাহিক লেখা ৩য় পর্ব পাঠেঅনুরোধরাখছি। শুভকামনা জানবেন।
***************************************
বাণী: যে সকল মানুষ নিজে মিথ‍্যা, ঐ'মিথ‍্যাচার অপরাধ ঠেকানোর জন‍্য কোন সমাধানের পথ বের না করে আরো অপরাধ মনে সংঘবদ্ধতায় অপরাধ সংঘঠিত করে বড় ধরণের মিথ‍্যাচার অপব‍্যাখ‍্যা দিয়ে দাম্ভিকতা কর্মটর্ম করে চলে আসছে। ঐ'সকল লোকেরা কখনই কোন মানুষের শত্রু-মিত্র-আপন-পর কাহারোই কল‍্যাণ কর মানুষ হতে পারে না। তারা অবশ‍্যই মানুষ রূপ পশু ছাড়া আর কিছুই নয়।