মাতৃ গর্ভে জন্মেছি বলেই
পেয়েছি মাতৃ স্নেহের আঁচল
পেয়েছি মাতৃত্বের ছায়াতল
পেয়েছি মাতৃ মমতার অসীম স্নেহ।


তাই তো মা জননী কি যে আপন
কেমনে কাকে বোঝাই? বড় দায়!
এই জগতে এমন কোনই দরদী নাই
একটু খানী উহু শব্দ কানে আওয়াজ


পেলেই যেন বুক চিরে ছটফটে কি যে'
রয়ে মনে করে থাকে বুকেতে জরিয়ে
আদর স্নেহ মমতাতে করে তপ্ত ঐ'মনে
সন্তান নারী কাঁটা যক্ষের ধন হয় না তুলনা;


অন‍্যের সন্তানের সাথে এই ভাবেই চলে
আসছে সমাজের মমতাময়ী মাতৃত্ব হতে।
সেই তরে আমি আমার "মা" জননীকে
বলতে চাই! বলে যাচ্ছি! তোমাকে আমি'


অনেক শ্রদ্ধ‍্যা করি; ভালোজানী এতে নেই
কোনই সামান‍্যতম সন্দেহ' ঐ মাতৃত্ব হতে
পেয়েছি যতটুকু! তারচেয়েও বেশী সেই
মনে ওহে! মাতা জান কি তুমি প্রকৃত পক্ষে!


মাতৃত্ব কাকে বলে? এই দুনিয়াতে মাতৃত্ব
নিয়ে অনেক লোকজনই অনেক কথাই
বলে থাকে জানা-অজানাতেও; ক'জনা
রয়েছেন এই সমাজে প্রকৃত মাতৃত্ব জ্ঞান?


সকলেই কি মা হতে পারে?
সকলেই কি পিতা হতে পারে?
একই পিতা-মাতা সন্তান হতে!
জানি না তেমন কিছুই!
কি পিতা?
কি মাতা  মমতাতে সন্তানেরা?


তার পরেও মাতৃত্বের যথাযথ মর্যাদা দিবো!
কোন কমতি হতে দিবো না মাতৃত্বের মর্যাদা
আমার মন, প্রাণ, হ্নদয়ের টানে যত দিন বেঁচে
থাকবো' রইবো তুমি মা তোমারই মাতৃত্বে।।
===×××===
===×××===
বাণী: একজন আদর্শ সন্তান হতে হলে অবশ‍্যই সেই সন্তানের মাঝে মাতৃত্ব বোধ থাকতে হবে। প্রকৃত মাতৃত্ববোধ ব‍্যতিত সুনাগরিক গড়ে উঠতে বাধা গ্রস্ত। তাই মানব সন্তানের ক্ষেত্রে "মাতৃত্ব" খুবই গুরুত্ববহ।।