অনেকেই অনেক বলি উনিও সে মাটির মানুষ
তুলনা হয় না তার মতন এই জগতটিতে।
অতুলনীয় যার স্বভাব চরিত্র তেমন কর্ম-ধর্মও
সভ‍্যতা ছড়াতে বেশ মনোমুগ্ধকর এ'ধরা।


শিক্ষা কর্ম ধর্ম জ্ঞান অর্জন বিকাশ পিপাসীত
সে রকম মাটির মানুষ বিধাতারই চাওয়া।
মানুষ যেন হয় তাই সভ‍্যতার সুউচ্চমান প্রাণ
আত্মার আত্মশুদ্ধিতার কেবলই মাত্রা প্রেম।


জাগ্রত নিজ পরিবার সত‍্য পাক্ষিক অপূর্বতায়
প্রেরণা ঊষার আলোক সম‍্যতা স্মরণ।
কর্ম করে যাওনা ফলের জন‍্য চিন্তা করিও না
আশা নয় প্রকৃত দীক্ষা তেমন শিক্ষার।


গৌণ‍্য অতিসাধারণ প্রাপ্তি দেশ প্রেম স্বদেশত্ব
অভিযান চলমান মানুষ মানুষের তরে।
মুক্তিকামী মানুষ বাংলার সাধ‍্য থাকে কি না
অজানাতেই দেশ প্রেম ব্রতঃ সন্তানেরা।


সেই সন্তানেরাই দেশ বরেণ‍্য অনন‍্য শোধার
মুক্তির আশায় মুক্ত করে যারা মানুষ!
সেই সকল সুসন্তানেরাই প্রকৃতই হয় মানুষ
ইচ্ছা শক্তিই পারে যোগাতে মাটি মনুষ‍্যত্ব!
*****************************
বাণী: মাটির মানুষ তারাই যে সকল চলমান সমতা অসামান‍্য সাম‍্যের ন‍্যায় দেশ প্রেম জাগ্রত সভ‍্যতার প্রেরণা যোগায়। অনুশাসন পূর্ণতার ফল পেতে কঠোর পরিশ্রম ও সফলতা নিয়েই স্বাধীনতা অর্জন। একদল মুক্তিকামী সৈনিক দেশরত্ন। দেশ গর্ব দেশ জনতার অসামান‍্য অবদান।