"


আজ মহান মে দিবস উদযাপিত হচ্ছে
পালন করছে করছি আমরা!
প্রকৃত পক্ষে এই মে দিবস কি জানি
কি আমরা কত জন শ্রমজীবি?


অথচ পালনে ছুটিভোগ করতে বেশ
কেন দিবে না বন্ধ ব‍্যবসায়িরা?
ওরা ধনী ওদের মানবিকতা নেই শ্রম
মর্যাদা দিতে জানে না ওরা এমন।


আসলে কি তাই শ্রম জীবীদের ভাবনা
কি সঠিক? কেন এমন কথা হবে?
শিল্প পরিচালনায় যেমনটি দরকার অর্থ
অর্থ বিনিময় মেশিনারীজ-যন্ত্রপাতি।


তেমনি দরকার শ্রমজীবি মানুষের শ্রম
মানুষও না হলে মালিকের ব‍্যবসা’
উৎপাদন প্রসার ঘটবে না পূরণ হবে না
দেশের প্রসার ঘটানো কাঙ্খিত।


অনেক কথা মনে পড়ছে শ্রম আন্দোলন
যখন শিল্পে বিপ্লব ঘটতে থাকে!
১৮৮৬, ১৭৩৭, ১৮৩৯, আরও রয়
ইতিহাস কত জানা ও অজানা!


রহস‍্য শিল্প বিপ্লব শ্রমিক নির্যাতন প্রলাপ
সেই ব্রিটিশ ও আমেরিকার শহর
শিকাগোতে চরম আন্দোলন পাকিস্তানের
করাচী ও ভারতের কিছু শিল্পাঞ্চল।


দেখা দেয় শ্রমিক চরণ উত্তেজনা অসন্তোষ
কেন ঐ’রকম শ্রমিক অসন্তোষ?
একশ্রেণির শ্রমিক প্রতিনিধি তারাদের হাতে
ছিল শ্রমিক সুযোগ সুবিধা ছুটি।


তারাই তাদের ইচ্ছা ও মর্জিতে যাকে পছন্দ
তাকে দিতো ছুটি ও সুযোগ-সুবিধা।
যে যতটা সালামী দিতে পারতেন সৌভাগ‍্য
জুটতো তাদের বেশ আর একশ্রেণি!


বঞ্চিত হতো শ্রমিক প্রতিনিধিত্ব ফোরম‍্যান
সুপারভাইজার ও ইনচার্জদের হতে।
শ্রমিক নির্যাতন হতো শ্রমিক থেকে উঠে আশা
ঐ’পদ-পদবীর শ্রমিক চার্জহ‍্যান্ড মন।


মালিককে ভুল বোঝায় তারা সাময়িক স্বার্থ
লোভ-লালসার স্বীকার লিষ্পা পোষণ।
সেই শিকোল ভেঙ্গে বিশ্বে শ্রমিক বিপ্লব ঘটে
আজ ঐ’সেই বিপ্লবেরই ফসল মে’দিবস!


মালিক যেমন দরকার; তেমনি শ্রমিকদেরও
শিল্প ব‍্যতিত ব‍্যাপক সংখ‍্যক বেকার
সন্তানদের কর্মসংস্থান অন্ধ তেমনি শ্রমিকরা
ব‍্যতিত শিল্প-কলকারখানাও অন্ধত্বে!


উভয় কূল সমতা জাগ্রত জাতি রিজিকের
সন্ধান কর্মক্ষেত্র সন্ধান শিল্প মালিক!
সকলকেই যথাযথ মূল‍্যায়ন করতে জানা
এই হল আমার মে দিবসের চাওয়া।


মহান মে দিবস উদযাপিত হোক সুন্দর ভাবে
মানুষ হিসাবে অবশ‍্যই জানি যেন;
মহান মে দিবস কি? আজ কেন করছি মান‍্য
সেই দীক্ষা অর্জন জ্ঞান স্বার্থকতা।


এমন একটি দিবসকে কেন্দ্রেই গড়ে উঠেছে
পরিত্রাণে শ্রম দপ্তর মানব সম্পদ
প্রশাসন ও কমপ্লায়েন্সের মতন শ্রমিক, কর্মচারী,
ও কর্মকর্তা কর্মসংস্থান সংরক্ষণ'


নিরপেক্ষ সালিশী আইন বিচার্য পার্সোনাল এক
বিশাল কার্যক্রম সুযোগ-সুবিধা
মালিকের প্রতিনিধিত্ব মালিক শ্রমিক সমন্বয়ের
অবিচ্ছেদ‍্য সুন্দর সুশৃঙ্খল বিভাগ।


ঐ' বিভাগের লোকেরা ও মালিক পরিচালনায়
থাকবে অপূর্ব দূর-সাহসী দূর্লভ‍্যতা।
শিল্প পরিচালিত হবে দেশ শ্রম আইনানুযায়ী
তবেই দেখা দিবে না শ্রম অসন্তোষ।


তবেই শিল্পে আসবে স্থিরতা উন্নত হবে ব‍্যবসা
কল‍্যাণ হবে প্রতিষ্ঠান তথা সকল।
সুনাম সৌরভ ছড়াবে ব‍্যবসা প্রতিষ্ঠান নিজস্ব
দেশসহ ভিনদেশ স্বার্থকতা মে'দিবস।