আমরা মানুষরা বেশি কথা বলার ইচ্ছা
হবে হল জিজ্ঞাসা। প্রকৃত কথা তাই!
আসল কথা না জেনে; না শুনেই বলি।
ঐ'পাড়ার অমকের ছেলে বেশ মেধাবী!

হায়রে মানুষ আজব মানুষ কই কথা
গল্প-স্বপ্ল আপন মনটি সব বিলায়ে।
কাজের কথা একটিও হবে না বিনষ্টে'
আল্লাহর বিধান নিয়ম-রীতি ভরপুর

পবিত্র আল-কোরআন ধর্মগ্রন্থে রয়
সেই আলোয় আলোকিত মহামানব!
নবী ও রাসূলগণ তাঁদের বর্ণনা সন্মত
হাদিস আলোকপাত অনুস্মরণে পাই।

সবই হল আল্লাহ্ দান দিয়েছেন বুদ্ধি
জ্ঞান বর্ণিত আল-কোরআন শরীফে।
মেধাবী সেই সন্তান জ্ঞানপাপী যারা
জ্ঞান নিয়ে চর্চা করে সৃষ্টিকর্তা পেতে।

তারাই ছাত্র-ছাত্রী পড়ুয়া একই মনে
তারাই হবে মেধাবী সম্মানিত সমাজে।
যারাই করবে ফাঁকীবাজি তারা মন্দের
বাস কেমন ব্রেন ভালো না' গাঁধাছাত্র।

এমন কথা শুনতে হয় পিতা-মাতা
সকল জনা হতে। কেনরে ভাই পড়?
ছাত্র-ছাত্রী হয়ে, কেমনে কথা শোন?
লজ্জ্বা হয় না জীবন তটে বিফলতায়?

যারাই বেশ করে ভাল ফলাফল দেখ
তারা পড়ে মনটি দিয়ে ভাবে না কোন
বাহির কথা। যখন বসে পড়তে তখন
হয় পড়ুয়া একজন সুন্দর কোমলমতি।

জীবন গড়তে যেন পেতে পারে বেশ
ফলাফল তবে লেখাপড়া হবে স্বার্থক।
কেহ রহে পড়াটা মনে হয় বাবা-মা'র!
চোখ মেলে দেখি পিতা-মাতা কোথায়?

পড়তে বসতে হবে কি করেন সেই
হায়'রে গাঁধা আসল কথা পড়ালেখাই
তোর একান্তই জীবনটি গড়তে শিক্ষা।
সেখানে পিতা-মাতা বড় কেহ দেখছে?

এমন কথা মনে কেনই বা জাগাও বল?
একবার পড়তে বস দশবার উঠবিস কর
এখন বল কেমনে হবে ভালফল ঐ'মন?
মনটিতে পড়লেই ছাত্র ভালো ফলাফল।
××××××××××××××××××××××××××××××××
বাণী: মেধা শূন্য বলতে কোন সন্তান জন্ম নেয় না। মেধাবী হয় নিয়মিত মনোযোগ সহকারে এক নিষ্ঠার সহিত চর্চার মধ্য দিয়ে। একবার না পাড়লে প্রচেষ্টা শতক বার। সফলতা  আসবেই বারবার। সেই দীক্ষা মনে মেধাবী বলতে কোন শব্দই মানুষের বলাটাই অহেতুক বেশি কথামাত্র, যা ধর্মীয় মূল্যবোধ অনুশাসন সাংঘর্ষিক।