পবিত্র মাহে রমজান মাস
মানে অনন্য শোভা!


এমন মাসটি হয় কি তুলনা
অন‌্যান্য মাসের তুল্য!


ধর্মীয় অনুভূতির এক দীক্ষা
অতি মহত্ত্ব ভরা মাস।


চমৎকার এক অসাধারণ মন
রোজা ও রোজাদার!


সত্যই অতুলনীয় তাৎপর্যতা
রয় পবিত্র রোজাতে।


সত্যই অতুলনীয় সভ্যতা মন
সুন্দর সুখ-দুঃখ বেদনা!


আহার-অনাহার ভেদ পার্থক্য
রয় জ্ঞানের উপলব্দির!


তেমন করেই জাগবে মানুষ
জ্ঞানের আলো ছড়াতে।


সুন্দর অতিসুন্দর মায়া-মমতা
আলোর মশাল দীপ্তমান।


রমজান যেমন এক আদর্শতা
সকল মার্জিত মনন!


উত্তম-কল্যাণ-জাগ্রত-শিষ্ঠাচার
এমন মাসটিই রমজান!


এসো সকল ধর্ম-প্রাণ-লোকেরা
পালন করো রোজা!


বিধাতার বিধান মান্য করলেই
একমাত্র সুপথ প্রাপ্য।


বয়ে আসবে জীবনে কল্যাণ
প্রকৃত অনন্য জীবন।


এমন মাসটির দেখা সৌভাগ্য
পেয়েছি তাই এ'ধরা!


নিলাম লুফে হৃদয়টিতে এক
একান্ত সিয়াম সাধন।


সকল মাসের সেরা মাসটি
ভাগ্যে পেলাম তাই!


আত্মার মাঝে মহব্বত করি
পালনে রই সুউঁচ্চতা।


তবেই বিধাতা ভক্ত মানুষ
অতি মূল্যবান মনুষ্য!
×××××××××××××××
বাণী: ধর্মের অনুশাসন জ্ঞান অর্জন ব্যতিত মানুষ কখনও প্রকৃত মানুষ হতে পারে না। বিধায় একমাত্র ধর্ম জ্ঞানই পারে মানুষকে প্রকৃত মানুষ তৈরি করতে। অন্যথায় সম্ভব নয়। যা চির সত্য।