মা বড় রত্ন!
জন্মদাত্রী এ'ধরণীতে সন্তান আগমন
বিধাতার বিধানেও বলা রয় অবদান
মা বিধাতার পর কাউকে মান‍্য করতে
তিনি সর্বসেরা হলেন মায়ের অবদান।

মায়ের জন‍্যেই আমরা দুনিয়া সুন্দর
এতো সুন্দর দুনিয়া বসবাস সভ‍্যতা
কত ভাল লাগা হাসি কান্না গল্প স্বপ্ন
আমরা সন্তানরা সুখ দুঃখ বেদনামন!

তাই তো মায়েরই জন‍্য আমার বিনয়ী
শোভ‍্য শোভন অপূর্ব চমৎকার আচরণ
সত‍্যই একজন মাকে মমতা ভরা শুভ
অনন‍্য প্রকাশ সন্তান সন্ততি সহসংসার।

বিবাহ্ পূর্ব আচার আচরণ যাহাই হোক
বিবাহ্ পরবর্তী জীবন গুছানো হতে হয়
সেই আচরণ জীবন সভ‍্যতা প্রকাশ চাই
স্বামী সংসারেই মুক্ত মন যৌথ পরিবার।

আর একক পরিবার যাহাই হোক সবই
আপন কেউ নয়তো পর এ'ধরণীতে চল
সকলকেই আপন করে নিতে জানা চাই
তবেই শান্তি সপরিবার একে অপর জন।

মায়েরা কখনো হবে না সন্তান সন্তানে
ভেদাভেদ। সকল সন্তানই সমান সমান
কেউ নয়তো পর। মায়ের সন্তান ঠিকই
এক একেক জন এক রকম নিজস্ব সত্ত্বা!

সকল মাঝে মায়েরা থাকবে আপন জ'না
সন্তানেরা বড় হলে মায়েরা হবেন শান্ত!
ভদ্রতার পরিচয় বহনে হবেন অপূর্ব মুগ্ধ
সত‍্যই যেন বিধাতার বিধান মর্যাদা জ্ঞাত।

মায়েরা হবেন অনন‍্য সমাজ তরে অপূর্ব
মন মানুষ। আদর্শভরা সুন্দর সৌন্দার্য!
কোন প্রকার বিদ্বেষ যেন সন্তানেরা কভু
মন মধ‍্যে পোষণ না করতে পারে এ'ধরা।

সন্তান মাঝে বিরাজ করবে এক অনন‍্য
সকল সময় সুখ সুখ অনুভূতি জাগবেই
হ্নদয় মধ‍্যে। পরিবার পরিজন মহানন্দ
মায়েরই আচরণে সন্তানেরা স্বর্গ পাবে।।

মায়েরাও হবে না অবহেলিত এ'ধরণীর
সুখ-দুঃখে সন্তানরা ছুটে চলবে মায়ের।
মা জননী আপন জন অসাধারাণ চিত্তের
রূপক! তবেই মা-বাবা বৃদ্ধাশ্রম অদেখা।
***********************
বাণী: সকল বিবাহিত নারীরা এক একজন একটি মাতা। বিবাহের পর একটি দাম্পত্ত জীবন। সেই জীবনে মনে রাখতে হবে একজন সাংসারিক গুরু দায়িত্ববান মনুষ‍্য। সেই জন‍্য মন মধ‍্যে নিজস্ব সত্ত্বার পরিচয় বহন করা। তবেই সুখী জীবন কাম‍্য।