অনেক আশায় জীবন মান চল ধারা
সত‍্য বলতে কেন বাঁধা এ'ধরা?
চল চল চল এক সাথে হাঁটি হাঁটি পা
শিখি কথা ছোট্র মানব শিশুদল ।


এক দিন হবো বড় পিতার মতন করে
বিবাহ করবো স্ত্রী হবে চলব দু'জন।
পিতা-মাতা খুঁশি মন দেখা শোনা বেশ
আমি ও আমরা স্বামী-স্ত্রী আঙ্গিনায়।


মুক্ত মন শিশু সুলভ চরণ সুউচ্চতা মান
চল চল চল চলি এক সাথে সুবন্দন।
এখন বলি কই এখানে তো মিথ‍্যা নেই
তবে কি করে বলি মিথ‍্যা মানুষেরা?


মিথ‍্যা এমন একটি শব্দ কথামালা রূপ
রঙ্গ মঞ্চ সেরা যোগায় অকামবাসনা।
মানুষ যদি প্রকৃত না হতে পারে মানুষ
সেই না তারা ধরতে পারে কি অকর্ম?


ঐ'ভাবে চলতেই মন চললে সর্বোনাশ
বোকারা যারা মিথ‍্যায় অভ‍্যাস্ত হ্নদয়!
কালো পাথর জীবনমান অন্ধকার ভাবনা
ওরা শোনে না আপন পর সৎ পরামর্শ।


সেই মন না ওরাই সেরা ভাবে নিজকে
এমন চাল-চলন দেখা শোনা চরম।
ভাবনা জাগে ভারী হচ্ছে বুঝি সব সেরা
ছাড়িয়ে যাবে অনন‍্য জন গুণি জনা।


চলতে চলতে ঐ'মিথ‍্যা মিথ‍্যুক পাপীমন
এমন এক দিন ধরা খাবেই অপরাধ।
মান ইজ্জ্বত রক্ষা বড়দায় পরিবার সমাজ
বুঝ নিও মিথ‍্যা নয় সত‍্য চল অবিচল।
************************
বাণী: কোন অবস্থাতেই মিথ‍্যা বলা দরকার নেই। তবে সব জায়গাতেই আবার সত‍্য বললেই অঘটন ঘটে যেতে পারে। সেই কথাটিও যেমন চির সত‍্য তেমনি মিথ‍্যা বললেও অঘটন ঘটতে পারে। সেই জন‍্য সত‍্য ও মিথ‍্যা কখনোই একত্রে মিশিত ঘটানো ঠিক নয়। মানুষ হিসাবে সঠিক ও সত‍্য পথ চলাই সর্বোত্তম।