মিথ্যা ছাড়া কি মানুষ নাই
যেখানে দেখি বিনা কারণ
বলছে মানুষ পক্ষপাত তুষ্ট
হরহামেশায় গল্প-স্বপ্লেও!


কোন শিক্ষা প্রতিষ্ঠানই নয়
বিশ্ববিদ্যালয়, ধর্মীয় শিক্ষা
পারিবারিক শিষ্ঠাচার কথা
জ্ঞান উপলব্দির অনন্য মন।


সভ্যতা বিকাশ সেরা মনুষ্য
নেই কোথাও দেখা সভ্যতা।
তাহলে এতো শিক্ষা অর্জনে
কেন মানুষ অর্থ ব্যয় করছি?


শিশুকাল অবুঝ অবুলাকেই
ওরা অবুঝ বোঝে না কিছুই!
সেই শিশুমনকে মানুষ করা
তাই যেন ধুম পাড়াপড়শীতে।


বড় হয়ে হবেই গুণি মানুষ
আমার সন্তান আপনার টাও।
সকল সন্তান পাগলেরা মন
পিতা-মাতা-আপনত্ব সেরা।


কোথায় স্বর্গ কোথায় নরক
জ্ঞানার্জন ঊষামন অদেখা।
অফিস আদালত কর্ম-স্থলে
ছোট-বড়-ধনী-গরীব-সর্বত্র!


শুধুই মানুষ মানুষকে ঠকায়
বিনা কারণ পক্ষপাত করণ!
এতোটা মিথ্যাচার ভাল মন
বালাই অদেখা ওরা ধর্মজ্ঞানী!


মিথ্যা বলায় হচ্ছে ধ্বংস ওরা
তারপরও থামে না দলবলেরা।
কি যে উপায় মানতেই চায় না
এমন করলে ধ্বংস অবধারিত।
ঐ'যে কথা আছে না চোর চায়
শুনতে ধর্ম কথা শিষ্ঠাচার সভ্য।
×××××××××××××××××××××××
বাণী: মিথ্যা যেখানে বাসা বাঁধে মানুষ মনে। সেই মানুষ যতই সুখে থাকুক না কেন। ঐ কথায় আছে না। ঢেঁকি স্বর্গে গেলেও বাড়া ভানে। মানুষ যত সময় মিথ্যা না ছাড়বে। ঐ মানুষ ধ্বংস হবেই হবে। তাই মিথ্যা বলা ছেড়ে সঠিক পথে চলাই উত্তম।