শ্রদ্ধ‍্যা ভাজনে সেকালের ক্ষণজন্মা
নারী জাগরণের অগ্রণী মাতাকূলে
বিধাতার সৃষ্টির কি যেন রহস‍্যাবৃত্ত
একেক সময়ে একেক জন মহীয়সী

পাঠায়ে থাকেন ইতিহাস রেকর্ডের
সর্বশ্রেষ্ঠ মহান মানব কূলের নক্ষত্র
সেই প্রেরণাতে বেগম রোকেয়া নেই
তাতে কি হয়েছে? এমন কর্মময়ের

জীবনের আলো জীবন ভর করে
গেছেন আলোক সজ্জ্বায় সাঁজায়ে
যেন তাঁর জীবন দেহ হতে ত‍্যাগের
পরও এই ইতিহাসই স্বাক্ষীরই বড়

মূল‍্যবান হয়ে রয়েছে উজ্জ্বলেরই
তরে প্রতিটি বাংলা মায়েরই ঘরে।
তাইতো এই দিবসটি অবস্মরণীয়
ইতিহাস তাই সাক্ষী হয়ে রয়েছে।
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

বাণী : অযোগ্যতায় কোথাও নাম লেখায়ে বা কারো সুনামের পিছনে ছুটে পিছু পিছু হেঁটে সময় নষ্ট না করে নিজে যোগ্যবান হলে এক সময়ে ইতিহাসই মহা মূল্য দিতে খুঁজে বের করে (যেমন আজকের ইতিহাস স্বাক্ষী বেগম রোকেয়া মহীয়সী নারী) ইতিহাসের পাতায় লিখে নিবে একদিন। আর সকল মানুষের মাঝে বেঁচে থাকবেন আজীবন। সেই বাঁচাই হল প্রকৃত বেচে থাকা ও নাম  লেখানো। অন্যথায় নহে।