মাগো সেই ছোট্ট বেলা হতেই দিয়েছো
কত স্নেহ মায়া দিক্ষা খুশি মনটিতে
কত কষ্ট করে কত বেদনা মনেতে
আস্তে আস্তে হয়ে বড় এখন জেনেছি।

মাগো তুমি সত‍্য যেন পরম পাওয়া
মুক্ত এই সেবা ঘর সন্তান আবাস।
সেই রুপ মনে মাগো আমার কর্মেই
হতে পারি তোমা প্রতি উদার চেতনা..

মন প্রাণ সেই তরে আপন জানাতে
মাগো এই মনে সব সময় তোমাতে।
হই নাই মাগো বড় তোমার সন্তান
এই দেখ ভাল করে দু'টি আঁখি মেলে।

তুমি মস্ত বড় ধন অমূল‍্য রতন!
এই ধন রক্ষা করে চলতে পারলে
হবে কি আর ভুল পবিত্র মনেতে?
এই ভব তরে নেই এমন কেহই..

সেই কেহ দিবে দেখা মায়ের মতন
তাই মাগো তুমি এক অনন‍্য অভেদ‍্য!
সপে দিমু মন থেকে শ্রদ্ধ‍্যা ভরামনে
যদি কোন ভুল করি দিও ক্ষমা করে।

সেই দোয়া রেখ যেন বিধাতাতে রয়ে
মন হতে সেবা করি বিধান মেনেই।
করি পণ রই মর্মে মাতা সেবা ধর্মে
মাগো হয়'কি কোন ভেদ তোমাতে।
===*===
===*===
বাণী : মায়ের মত আপন এই দুনিয়াতে এমন কেহই হতে পারে না। যা চির সত‍্য মর্ম কথা। এই কথাটি সকল সন্তানকে মেনে চলা উচিত। নিজের মা যদি কালো কুৎসিতও হয়। তুবও সেই প্রকৃত মা। মা তুলনা অবর্ণনীয়।

প্রকাশ থাকে যে, এই "মমতাময়ী মা" কবিতাটি বাংলাদেশ কবি-সাহিত্য পরিষদের সম্মানিত নির্বাচন কমিটির দৈনিক কবিতা প্রতিযোগিতার আসরে জমা দিলে উক্ত সম্মানিত যাচাই কমিটির যাচাই-বাছাই এ সেরা কবির সম্মাননা প্রদান করেন। আলহামদুল্লাহ॥ আল্লাহর দরবারে লাখ শুকুরিয়া। যে আমার মত একজন সামান্য লেখক কোন মতে লেখা-লেখি করে সাহস নিয়ে বিভিন্ন লেখা প্রতিযোগিতায় জমা দিয়ে পর পর দুটি আরেকটি "কবির অনু-সূচনা"( আন্তজার্তিক কবি সাহিত্য পরিষদের সম্মানিত কমিটি হতে নির্বাচিত)।