কত যে তোমায় পড়ে মনে
সেই দিনের কত শত কথা
চুপি চুপি ছোট ছোট কথাগপ্ল
কি জানি হ্নদয় ও মন-প্রাণে!
হয়ে যে বেজাই ভারী তপ্ত হয়
মনের অন্ত:স্থলের অন্ত:মনের;

সেই প্রাপ্তিতে কি যে ভাল লাগায়
তুমি আসবে বলে অপেক্ষাতে
রয়ে ছিলাম সেই দ্বি-প্রহরের
প্রখর তাপদহ রপ্ত রোদ্রের এক
শরীর ঘামা শার্টটিও যেন
অপেক্ষিত তোমারই আগমনে!!

কি যে অপেক্ষা তুমি প্রত‍্যাশিত বলে
অপেক্ষার শেষ হতে না হতেই
তোমারই প্রান্ত হতে এলো সংবাদ
আসবে না আর কখনও তুমি
করবে না দেখা আমায় ছেড়ে
ফিরে যেতে পারবে না বলে।

ঐ দিকে যাবে তুমি আমায় ছেড়ে
অন‍্যের ঘরে আর পারবে না করতে
সেই প্রত‍্যাশিত মনের অপেক্ষিত
এই প্রিয় জনকে ছেড়ে যেতে তৈরী
এক অজানায় অন‍্যেরই আঙ্গিনায়
এখন বুঝতে পারলাম তুমি কখনও;

আমাকে মন থেকে ভাল বাসনি
শুধুই দিয়ে ছিলে এক অজানা
প্রাণের দূরত্ব বেশ আপনালয়ে
কেমনে হবে তোমায় আমায়
আপন করে পাবার আশায়
এ বাঁধনে সংসার ধর্মের স্বাদ।।

তাই তো শুধুই মনে পড়ে সেই
স্মৃতিময় দিনগুলির কথা।।
শুধুই মনে পড়ে সেই অতৃপ্তিতে
অনুপোযুক্ত অপ্রাপ্তিতে যা হবার
তাই তো হল শেষ পরিণতিতে
শুধুই রয়ে গেল সেই অতীত মনের...

স্মৃতি চারণের এক অপ্রাপ্তিতে
তোমার প্রতি রইল অনন‍্য মনের
অদেখাই অজানাতেই রয়ে গেলাম
যেখানেই থাকবে ভাল থাকবে
রবে সুখে শান্তিতে সারাটি জীবন
এই কামনাতেই রইল তোমারই প্রতি
নি:স্বার্থক অফুরান্ত দোয়া ও আর্শিবাদ।।

একরাশ ভাল বাসা ও মনে রেখ
আমার প্রত‍্যাশিত সেই দিনগুলির
ফেলে আশা কত সময় দিনক্ষণের
হারানো স্মৃতি ও হারানো অনেক
বেদনা দায়ক হ্নদয় হাহাকারের
অশ্রু নয়নের আহাজারির বুক
ভাঙ্গা কষ্ট হ্নদয়ের অপ্রাপ্তিতে
শুধুই মনে পড়ে তোমায়।।।
মন-প্রাণ-হ্নদয়-অন্তর-হতে!!!
===×××===
===×××===

বাণী : ভাল বাসা ভাল তবে মনকে ফাঁকী দিয়ে অন‍্য মনে কোন প্রেম নিবেদন নয়।।