এই মনটি তুমি এ কি বল!
ছাই ছাতা যা যায় না বলা
লোক-সমাজে তবে কেন
জাগা দাও ঐ সেই যে মনে।


এই মনটি তুমি এ কি বল?
অমন করে কেন বলে থাক?
যার মর্যাদা রক্ষায় তোমারই
মন দিতে চায় না যে সেই তরে।


ওরে মন! তবে কেন করে থাকো'
নিজকেই বিভ্রান্তে ওহে মন ফেল
কেন; বিরহ-বেদনার ঢেউয়ের টানে
রক্ত-মাংসের মানুষ সেই ধরে মনটি।


ওহে মন এমন কথাই করাও মনে রবে
যেন ঐ রূপ লাবণ‍্যে হয় যেন প্রকৃত
উদ্ভাসিতের চমৎকার অপূর্বের ন‍্যায়
সফলতা উদ্ভাসের উদয়নের সেই।


এমন মন তুমি নিজকেই নিজের উপর'
করোনা জুলুম' যা নিজকেই ফেলিয়ে
দিওনা ফেসাদে! অপমান হতে যেন না
হয়, রক্ষায় থেকো বিধাতার স্মরণ‍ে।


হায়রে মন তোর পাগলামির কারণেই
যে দেহে ধারণ করে' কর বসবাস সেই
মনেই এই দেহটাকেই করে থাক কোন
নেশায় জোর-জুলুম ও অত‍্যাচার?


এমন মন দাও এই দেহটাকে যেন
ঐ মনেই করে দিতে পার দেহটাকে
পরিপূর্ণ আদর্শ ও ন‍্যায়বান সৎ মানুষ!
তুমিই দেখতে পাবে মনকাব‍্যে মনকেই
কি দিলে' নিজ জীবনকে দীপ্ততায় জানবে।
****===****
****===****
বাণী : আমি কবি আমার মনকে বলতে চাই! আমাকে ভাল ও সুন্দর একটি মন দাও। যে মন দ্বারা যেন নিজকে গড়তে পারি যোগ‍্য ও সততার বলে বলিয়ান। তবেই সেই মনে তুমিও ওহে মন দেখতে পাবে জীবনে কি যে অপূর্বতায় ভরে পেলে যার হয় না তুলনা কোন কিছুরই সাথে। অন‍্যথানহে।