মানুষ হিসাবে জন্ম মানব শিশু সন্তান
কত সুন্দর কোমলমতি কচি!
সোনামুখ শোভাতে ভরপুর আনন্দে
আলোকিত জীবন হবে সুখী।


সেই ভাবনা শিশুকাল মায়ের কোল
অনেক কোলের সাক্ষী শিশুরা।
সকল কোল দোয়ার সন্তান-সন্তোতি
আর্শীবাদ তুষ্টে ভরা মানব শিশু।


মায়ার আঁচল স্নেহ ভালোবাসা পেয়ে
ওদের কষ্ট দেয় না শতকোল।
সেই শিশু বড় হয়ে কেমন যেন হয়ে
নাজেহাল নাস্তানাবুদ দেখা যায়।


এলোমেলো জীবনের সন্ধান দেখাতে
সুখের কথাটী ভাবতেই হতভম্ব!
কোথাও তেমনটা দেখতে পাইনা তারা
সুখে রয়েছে এ'ধরার বুকটিতে।


আসলে এমন কেন হয় মানুষ মানবতা
শিশু নিষ্পাপ শিশুমন অপলক।
চিরাচরিত সময় বলে সবই নিতে মেনে
জীবন সায়াহ্ন পরিবার পরিজন।


সমাজ দেশ বিদেশ দেখা সবই মানুষরা
তাইতো শিশুরা দেখে শিক্ষানেয়!
সুখ-দুঃখ-বেদনা অনাচার অসভ‍্যতা কূটিল
জটিল ব‍্যভিচার বদমাইশি কান্ড।


সমাজ হতে শেখা সমাজ হতে পাওয়া সব
সেই অনুপ্রেরণা অনুশাসন সমাজ!
আসল কথা মানুষ ভাল হলেই তো শিশুরা
পেতে পারে অসাধারণ শোভামন।


জীবন আলো আলোকিত হতে ভরসা গাঁথুনী
চমৎকার রচনার আলোড়ন মর্যাদা!
গড়তে হলে পরিবার সকল হতে হয় মহত্ত্বতা
ঐ'শিশুসন্তান স্বামী-স্ত্রী; রাজা-বাদশা!
***************************
বাণী: চলমান....