মুক্তি মোনা মুক্ত প্রাণ
চল আমি যাই।
সেই মন প্রাণ অনন্য
শোভা ভরা রূপ।

সভ্য প্রাণ সত্য চল
শুভ শুভ ক্ষণ।
প্রতি সুউচ্চ সেবা উষা
রহি শুধু এক।

এক সৌজন্য দেখা মুগ্ধ
মুক্তি হৃদয় স্পন্দন।
জাগ্রত জাতি হবো এক
সেই মন মুক্তি।

আর নহে মুক্তি গান
ভুল শোভা ভর!
করি যেন ভুল চল
কেন হবে মুক্তি?

তর্ক তর্কি তবু এক
সবে রহি চল!
এক সাথে সাথী মন
মায়া জল পান।

মুক্তি চাই মুক্তি চাই
মুক্তি মন মনুষ্য
সেই মন মানুষ চাই
গড়ি স্বচ্ছ স্বর্গ।
××××××××××××××××
বাণী: মানব জীবন তখনই সঠিক ভাবে পরিচালিত হবে। যখন জীবন চলার পথ নিজ স্বচ্ছ রাখবে। সাথে যাকে জীবন সাথী পাবে সেও যেন হয় এক স্বচ্ছ মুক্ত বুদ্ধি মতি সহধর্মিনী। তবেই জীবন হবে পরিপূর্ণ ও ধন্য মুক্ত মানুষ।