আজ মনটি বেশ একটা ভাল লাগছে না
কবিতা লেখায় মুড নেই।
মনটি কেমন যেন উতাল-পাতাল করছে
এলোমেলো মন উড়ুভাব!

ঐ'উড়ু উড়ু উতালা মনটিকে বলি শোন!
নয় না লিখলে আজ কবিতা।
জানতে চাই এখন তবে কি করবে শুনি?
মনটি বললো এ'মনে লেখো!

কি লিখব বলে দাও মনটি সেই কাজটি
করি। মন বলে আরে আবেগ!
যে মনে বলেছে আজ লিখবে না কবিতা
সেই মনটি হতে লেখো কবিতা।

কাগজ-কলম নাও না হাতে লেখো কবিতা
দেখবে লিখছো কত সুন্দর!
না আজ আর লিখবো না কবিতা না চাওয়া
অনিহাতে লেখা কবিতা অপূর্ব!

চেতনাবোধের অসাধারণ লেখনি কবিতাটি
স্থান পাবে সেরা কবিতার মঞ্চ।
সেই মনটি হতেই লেখা কবিতা চরণ সুউচ্চ
সেরার সেরা অনন‍্য অভিনন্দন।

কবিতা কথা বলে কবির হ্নদয় মাঝে সতেজ
কবির কবিতা লেখা অনিহা মানে..
জন্ম দিবে অসাধারণ ও চমৎকার কাব‍্য প্রকাশ
সে'তো ''না আজ লিখব না কবিতা''।

প্রকাশ পেল কবিতা লেখা হতে সুন্দর বিদ‍্যতা
পরিপূর্ণ অসাধারণ কবিতা সেরা মন।
***************************
বাণী: উত্তম কাজে অনিহায় করণীয় বিধাতার দরবারে উত্তম চিন্তা-চেতনায় সহায়তা চাওয়া। তবেই আরো উত্তম কাজ-কর্মে সৃষ্টিকর্তা সহযোগিতা করে থাকেন। আর অলসতায় মন দিলেই সর্বনাশ।